কবি - ৬
আমাকে একটি কবিতা লিখতে দাও
আমি তোমাকে মৃত্যুহীন জীবন দিব...
প্রানের কবি
***************************
আমি বরাবর, বারবার কবি হতে চেয়েছি
আমাকে অন্যান্য কিছু হবার সুযোগ দেয়া হয়েছিল
বেছে নিতে বলা হয়েছিল অন্য জীবন
বাছতে বলা হয়েছিল অন্য জীবনের কারন
আমি গড়িনি নতুন কোন শহর
বানাই কোন চাকচিক্যের ঘর
আমি মন দেইনি বৈভবে
কবি হবার স্বপ্ন শুরু আমার শৈশবে
কৈশোর গেল, যৌবনে এলো কত উত্থান পতন
তবুও টানেনি আমাকে অন্য জীবন
আমি কবির জীবন ভালবেসেছি
তাই বরাবর, বারবার কবির জীবনকে বেছে নিয়েছি
আমি কবি হতে পেরেছি কিনা, তাতে কিছু যায় আসে না,
কবির হৃদয়ের ভালবাসায়
জীবনে মৃত্যুর রুপ আসবে যদিও, মৃত্যু আমাকে ছোঁবে না...
No comments:
Post a Comment