মৃত্যুর জীবন
...আমি সবসময় মৃত্যুর হাত ধরতে প্রস্তুত,
জীবন দিয়েছে আমাকে ঢের,
আমি জানি অনেক বিস্ময় এখনো অধরা রয়ে গেছে,
অজস্র পৃথিবীর মুখ অদেখা আছে,
তবুও মৃত্যুর ভুবন আসীম অনেক,
এইসব, সব জীবনের বিস্ময়,
বহুমাত্রিকে অনেক গুনে লুকিয়ে আছে মৃত্যুর স্পর্শ,
আমি তাই মৃত্যুর হাত ধরতে প্রস্তুত যে কোন সময়
মৃত্যু আমাকে দিবে সীমাহীন, ক্লান্তহীন জীবন
এই পৃথিবীর জীবনের গ্লানি নেই
ক্লান্তি নেই, ঘুম নেই,
শুধু সময়ের মত বয়ে চলা নদী
যার শুরু আছে শেষ নেই,
সীমাহীন সেই মৃত্যুর জীবনে
বহুমাত্রিকে অনেকগুনে লুকিয়ে আছে পৃথিবীর সব বিস্ময়,
আমি তাই মৃত্যুর হাত ধরতে প্রস্তুত যে কোন দিন যে কোন সময়....
No comments:
Post a Comment