হৃদয়ের ক্ষত
হৃদয়ের ক্ষত ভুলে যেতে হয়,
অবসাদে হয় ক্লান্ত হৃদয়,
বুকের ভিতরে পাহাড়ের ভার নামে,
বায়বীয় কষ্ট বারে আর কমে,
চোখের কোলে কান্না একি!
চারপাশে ভিন্ন এক ভুবন দেখি,
শেখা হয়, জানা হয় জীবনের কৌশল,
হৃদয়ের মাঝে বাড়ে মনোবল,
আঘাতে আঘাতে শানিত তরবারি,
ক্ষুদ্রসম সবকিছু জীবনে দরকারি,
আঘাতের দিন জীবনের শেষ নয়,
হৃদয়ের ক্ষত তাই ভুলে যেতে হয়...
No comments:
Post a Comment