গাড়ি চলছে দ্রুত
মুখে, চুলে, শরীরে
এসে লাগছে ফুরফুরে হাওয়া
বসন্তের মিঠে হাওয়া
এ হাওয়া পাহাড়ের গা ছুয়ে এসেছে
এ হাওয়া আমায় ছুয়ে যাচ্ছে
হাইওয়ে ৬৬ যেন উঠে গেছে পাহাড়ের উপরে
তারপর উঠে গেছে আকাশে
উঠে গেছে অসীমে
আজ যাত্রা যেন অসীমের দিকে
দ্রুত চলছে গাড়ি
নির্দিষ্ট সীমার ১০ মাইল উপরে
মুখে, চুলে, শরীরে
এসে লাগছে ফুরফুরে হাওয়া
এক ফালি চাঁদ কাচের মত হয়ে আছে
পৃথিবী আর অসীমের মাঝে
যাত্রা বিরতি ওখানে নিলে মন্দ হয়না আজ
প্রচণ্ড হাওয়ায় উড়ে যাচ্ছে শরীর আর মন
আর আমি হাইওয়ে ধরে উঠে যাচ্ছি
পাহাড়ে
তারপর চাঁদে
তারপর অসীমে...
No comments:
Post a Comment