Followers

Saturday, May 4, 2019

Ramadan Kareem

Here comes the end of Shaban,
I can smell the fragrance of Ramadan,
It is so joyful!
Even though I am so sinful
But I am so hopeful,
When I will fast in Ramadan,
My sins will be wiped out and I'll be forgiven,
As the Almighty loves the acts of fasting,
Loves who fasts, and on him, He pours all the blessings.









Almighty pours the blessings whomever He wishes

Almighty pours the blessings
whomever He wishes,
I have to make sure,
I deserve to receive them
By seeking forgiveness from Him,
As only my sins
Keep away from His blessings!

Wednesday, May 1, 2019

এক যৌবন ছিল তার

এক যৌবন ছিল তার,
ভালোবাসা ছিল আর
ছিল আবেগ অপার,
ভুল ছিল,
ভুলগুলোতে মিল ছিল,
মিল ছিল তিলে,
তিলদ্বয় গালে আর গলে,
আঁখিদ্বয় কত কথা বলে,
প্রশস্ত কপালে
এসে পরা চুলে,
লাগে মৃদু হাওয়া,
তার আসা যাওয়া
সময়ের সাথে,
থেমে যায় থেমে যাওয়া পথে,
ব্যথাতুর হৃদয় হারায় আর,
ভালোবাসা পরে থাকে
পরে থাকে আবেগ অপার

এইসব বৃক্ষের ছায়া

এইসব বৃক্ষের ছায়া,
আহা কিযে মায়া,
শান্ত করা ছায়া,
জুড়িয়ে যাওয়া কায়া,
তপ্ত হওয়া হৃদয়,
জুড়িয়ে গেলে কি হয়!
যাক চলে যাক সময়,
বোধের তাতে কি হয়!
হয় না কারো ক্ষতি
নিজের টুকু দিলে,
হারিয়ে যায় প্রীতি
তাদের কিছু নিলে,
রাখো তোমার সবই
যা নিয়েছো তাও,
সবকিছু নিয়ে
একা থাকতে দিও,
আমি এইসব বৃক্ষের ছায়ায়,
ডুবে থাকবো মায়ায়,
জুড়াবো এই হৃদয়,
যাক চলে যাক সময় ।

One more time I was reminded

One more time I was reminded,
The Rizk (sustenance) is truly fated
To each living soul by looking at
The birds, eating bits and pieces that
Neither I or the birds knew,
But they waited and flew
Here right in front of me,
I had to wait for this to see
To feed my soul once more,
The beauty of the life I bore,
Is the mercy of my Lord,
The mercy only He can afford,
Thus one more time I was reminded,
The Rizk (sustenance) is certainly fated |




Saturday, April 27, 2019

My Lord, All praises only due to You

All praises due to You,
Only to You my Lord!
I can't think how I could
Come into being without You,
In the womb You guided me,
I didn't have any eyes to see,
I didn't have hands,
I didn't have any limbs,
But You guided me,
You guided me through,
All praises can not but due to You!
Then You gave me heartbeats,
You blew the soul into me indeed,
You made me turn, drink and play,
You put me to sleep at night and day,
I grew up with Your mercy,
So much mercy, and blessings I can see,
I was born weak and helpless
what I can recall,
But You guided me to my mother
Who put me in her arms when I was so small,
And she cared, so dear and fed,
You arranged everything I needed,
That's so true, so true!
O My Lord all praises due to You!
I didn't have strength
In my arms and limbs,
But You gave me strength day by day,
You made me run, eat and play,
You guided me
whenever I was alone,
You gave me strength, You made me strong,
You gave me guidance, prophets and more,
You blessed me so much I can't ignore,
You guided me all this through,
All praises can not but due to You,
I know You guide me till today,
You will guide me any other day,
That's I always call to You,
My Lord, All praises only due to You!

হৃদয়ের বন্দি ভালোবাসা এ বসন্তে মুক্তি পাক

আকাশে চাঁদ উঠলে
বোঝা যায় আজ পূর্ণিমা,
গাছে গাছে সবুজে ছেয়ে গেলে
বোঝা যায় নতুন বসন্ত আগত,
ফুলে ফুলে সুশোভিত প্রান্তর
বলে দেয় বসন্ত এসে গেছে,
তোমার অবয়বে হাঁসির উৎচ্ছাস
দেখে বোঝা যায়,
বলা না-বলা অনেক কথা
হৃদয় বলতে চায়,
সুশোভিত এ বসন্তে,
ফুলে ফুলে রঙিন এ প্রান্তে
তুমি হৃদয়ে এসো,
এ হৃদয়কে ভালোবেসো,
বলা না-বলা অনেক
                    কথা বলা হয়ে যাক,
হৃদয়ের বন্দি ভালোবাসা
                   এ বসন্তে মুক্তি পাক....

Thursday, April 25, 2019

ব্যাকুল আবেগ দিবা রাতি

তোমার সুবাস কাছে আনে,
তোমার কথা বাঁজে কানে,
তোমার জ্যোতি আলো আনে,
আমার মনের গহীন কোনে,
তোমার হাঁসি ছড়িয়ে পড়,
আমার প্রাণে এমন করে,
তোমার দৃষ্টি বিভোর করে,
আমার হৃদয় আলতো করে,

আমার মাঝে তোমার জ্যোতি,
তোমায় নিয়ে আমার মনে,
তোমার নিয়ে অন্ত কোনে,
শত ভাবনার অনেক ঋতি,
তোমার জন্য আমার প্রাণে
ব্যাকুল আবেগ দিবা রাতি |

এমন দিন একটি চেয়েছিল হৃদয়

এমন দিন একটি চেয়েছিল হৃদয়,
হিমেল হাওয়ার একদিন, একটুও উষ্ণ নয়,
হালকা মেঘে ছেয়ে থাকা আকাশে
সূর্যের উত্তাপ নেই,
এমন বসন্তের দিনে
এখানে,
সুবুজের মাঝে
অনেক রঙিন ফুলে
ছেয়ে গেছে ভুবন,
ছেয়ে আছে এই প্রান্তর,
ছেয়ে গেছে মন,
আর এমন দিনে
এই প্রান্তরে,
ভীষণ ভালোলাগার সুবাস নিয়ে,
রঙ্গিনী এগিয়ে এলো,
হাত না ছুঁলেও
হৃদয় ছুঁয়ে গেলো,
সবুজের মাঝে
সবচেয়ে রাঙা ফুল
আমার ভুবন রাঙালো,
হাত ছুঁয়ে না দিলেও হৃদয় ছুঁয়ে দিলো,
এমন তৃপ্তিময় সময়ে তারে পাই
এমন দিন একটি চেয়েছিল হৃদয়

তুমি দেখবে বলে আমি তাকিয়ে থাকি

তুমি দেখবে বলে
আমি তাকিয়ে থাকি,
তোমার অবয়বে
রূপের মাখামাখি,
তুমি বাসবে ভালো
তাই মজে থাকি,
তোমার অধরাতে
যত মাতামাতি,
তুমি হাঁসবে বলে
আমি চেয়ে থাকি,
তোমার কপোল
জুড়ে সব স্পর্শ রাখি,
তুমি বলবে কথা
আমি চেয়ে থাকি,
তোমার নয়ন তারায়
শত স্বপ্ন দেখি,
তোমার গ্রীবার কাছে
কিছু ফুলকি আঁকি,
তোমার কালো চুলে
আমার মাতাল আঁখি

Saturday, April 13, 2019

আমার গভীর স্বাদ জাগে আরেকবার আমি সমুদ্র সৈকতে যাবো

......আমার গভীর স্বাদ জাগে
আরেকবার আমি সমুদ্র সৈকতে যাবো,
দূর থেকে নয়
কাছে গিয়ে কথা কব,
দু হাত মেলে দিয়ে
সমুদ্রের ঢেউয়ে মিলে যাবো
সমুদ্রও টেনে নিবে কাছে,
সমুদ্ররের সাথে
আমার অনেক কথা আছে,
আমরা বৃথায়,
জীবনের কাছে খুব বেশি কিছু চাই,
অথচ দেওয়ার মাঝেই
সুখ বুজে আছে,
এইসব অর্থবহ সব
সমুদ্র বলেছে,
বলেছে সে সেইসব কথা,
সমুদ্র দিয়েছে ঢেউ,
দিয়েছে জোয়ার
দিয়েছে ভাটা,
বালিয়াড়ি,
ঝিনুক,
আর অজানা কত রহস্য!
আমার গভীর স্বাদ জাগে
আরেকবার আমি সমুদ্র সৈকতে যাবো,
দূর থেকে নয়
কাছে গিয়ে কথা কব..............

এই হৃদয়, হৃদয়ের কথা বলে

হৃদয় কি কথা বলে?
এই হৃদয়, কি যে কথা বলে?
এই অতলান্ত নীলে
চোখ মেলে তাকালে,
যখন তখন,
যেকোনো কথপোকথন
হৃদয়ে পাখা মেলে
হৃদয় কত কথা বলে,
এই হৃদয়, হৃদয়ের কথা বলে |

আমার আঙিনা জুড়ে আকাশ

আমার আঙিনা জুড়ে আকাশ ।
মাঝে মাঝে মনে হয়,
আমার আঙিনায়
আকাশ ঝুঁকে এসে পড়েছে,
এতো অদ্ভত নীল, স্বচ্ছ আকাশে
অন্য কোথাও দেখিনি আমি,
হৃদয়ের যত গ্লানি থাকে,
স্বচ্ছ এই নীল আকাশ দেখে
মনে হয়,
         মুছে যায়,
দূর হয়ে যায় হৃদয়ের যত কালো,
হৃদয়ে জ্বলে অনাবিল আলো,
হৃদয়ের এই আলো জ্বেলে,
প্রাণের কথা দিয়েছি মেলে
কবিতার মাঝে
শব্দের ভাঁজে ভাঁজে,
যখন পড়বে তুমি
এই কবিতাখানি,
এমন নীল, এই স্বচ্ছ আকাশে
উঠবে ভেসে,
হৃদয়ের যত গ্লানি থাকে,
স্বচ্ছ এই নীল আকাশ দেখে
মনে হবে,
         মুছে যাবে,
দূর হয়ে যাবে হৃদয়ের যত কালো,
হৃদয়ে জ্বলবে অনাবিল আলো,
হৃদয়ের সেই আলো জ্বেলে,
বেঁচে থেকো প্রাণ দিয়ে মেলে,
বেঁচে থেকো প্রাণ দিয়ে মেলে|

Thursday, April 11, 2019

এখন এই বসন্তের সময়ে

এখন এই বসন্তের সময়ে,
প্রান্ত, দিগন্ত আর হৃদয়ে
ছেয়ে গেছে সুবুজের মায়া,
বৃক্ষের গায়ে বৃক্ষের ছায়া,
বৃক্ষের গায়ে বৃক্ষের ছোঁয়া,
এমন এমন হিমেল হাওয়া,
গাল ছোঁয়, তো চুল ছোঁয়
আর এমন করে  হৃদয় জুড়ায়,

ফুল ফুটে সবুজ বনে,
ফুল ফুটে মনের কোনে,
সবখানে ভ্রমরের গুঞ্জনে,
মোহিত মন ক্ষনে ক্ষনে
ভাবনার কত ফুল উড়ায়,
বসন্তের এই মোহিত সময় |

Saturday, April 6, 2019

জীবনের কথা ছেড়ে আপনি দূরে চলে গেলেন


                                                           প্রয়াত  লায়ন ভাইয়ের স্মরণে
................................................................
.......জীবনের কথা ছেড়ে
আপনি দূরে চলে গেলেন,
আশ্চর্য জনক হলেও সত্য
আপনার  সাথে আমার
আর কথা হবে না এপারে,
আমি খুঁজে পাবনা আপনাকে
আপনার চেনা ঘরে,
জীবনের অদ্ভত নিয়মে,
জীবনের কক্ষপথ
কাছাকাছি এসে
তারপর চলে গেছে,
চিরতরে দূরে থেকে দূরে
আপনি চলে গেছেন ওপারে,
ওপারের যাত্রা যেন ভাল হয়
ওপারে যেন ভালো থাকা হয়,
এই কামনায়
প্রভুর প্রতি প্রার্থনা জানাই,
আপনি ভালো থাকবেন,
আপনার যেন ভালো থাকা হয়............

আমি ঘৃণাহীন, মসৃন ভালোবাসা নিয়ে তোমার জন্য বেঁচে থাকি

জীবনের ঘৃণা থেকে
হৃদয়ের সবটুকু
ভালোবাসা আগলে রেখে,
আমি ধীরে ধীরে বাঁচি,
হৃদয়ের ভালোবাসা বাঁচিয়ে রাখি,
আমি লোভী হয় নাই,
লোভের পাপে তাই আমি ক্লান্ত নই,
লোভ তাই,
আমার ভালোবাসা ছুতে পারে নাই,
আমি ঘৃণাহীন, মসৃন
ভালোবাসা নিয়ে তোমার জন্য বেঁচে থাকি

জীবন, মৃত্যু আর সময়

বিষন্নতা আছে,
মৃত্যুর পর,
শুন্যতার এই বোধ,
বারে বারে
স্মৃতিকে হাতড়িয়ে ফিরে,
মনে হতে চায়না
জীবনকে জীবন্ত
আর দেখা হবে না,
হাঁসি দেখা হবে না,
না বলা কথা বলা হবে না,
জীবনের সব অদ্ভত রূপ ছেড়ে,
মৃত্যুর মত অনাহুতর
ডাকে সারা দিয়ে
চলে যাওয়া যেন,
জীবনের অর্থ আরেকবার
খুঁজে পাবার
জোর তাগিদা দেওয়া,
মৃত্যুর মত অনাহুতর
ডাকে সারা দেয়া যেন,
ফেলে আসা সবাইকে বলা,
মৃত্যুর ডাক কেউ উপেক্ষা করতে পারেনা,
মৃত্যুর ডাক কখনোই উপেক্ষা করা যায় না,
মৃত্যুর ডাকে,
           জীবনের স্মৃতি সময়ের কাছে থেমে থাকে

Thursday, February 28, 2019

আরেকবার আমি এই তারার মেলার দিকে তাকাই,

আরেকবার আমি এই
তারার মেলার দিকে তাকাই,
তাদের এই বিস্ময় রূপে
কাউকে না বলে আমি চুপেচুপে
কত রাত্রি পার করে দেই
যেখানে থাকার, সেখানে আমি নেই,
কোলাহল ছেড়ে তাদের অপরূপে
বিস্মিত হই প্রতিবার অনুরূপে,

কতবার মনে হয়েছে আরে!
এইসব নক্ষত্রেরা কাছ থেকে
আরো কাছে এসে পরে,
আর বিস্মিত করে আমাকে,
বিস্ময়ে যায় আমার হৃদয় ভরে
এই নক্ষত্রের ভীড়ে বারেবারে

Wednesday, February 27, 2019

এই ভ্রান্তির জীবন ছেড়ে আমি চলে আছি সমুদ্রের কাছে

এই ভ্রান্তির জীবন ছেড়ে,
আমি চলে আছি সমুদ্রের কাছে,
এই অতলান্ত সমুদ্র দিয়েছে
ক্লান্তি মুছে, দিয়েছে হৃদয় ভরে,
যতটুকু প্রাণ আছে আমার শরীরে,
তার থেকে বেশি দৃঢ়তা সে পেয়েছে,
তার কাছে এসে, সে অবলীলায় নিয়েছে
কাছে টেনে, শীতলতা দিয়েছে তারপরে,

তাই আমি ছুটে আসি বারেবারে,
কাছাকাছি এই সমুদ্রের তীরে,
অনেকটুকু বিস্ময় সমুদ্র দিয়েছে
তার থেকে ঢের বিস্ময় হৃদয় পেয়েছে
সেইসব ঢেউয়ে, যারা আছড়ে পরে
হৃদয়েকে জুড়িয়ে সুমুদ্রের তীরে









Tuesday, February 26, 2019

কবিতা

......হৃদয়ের মতো প্রাঞ্জল,
প্রতিনিয়ত ছন্দময়
অনুভূতিগুলোর বোধ
আমি ঠিক ঠিক টের পাই,
এ যেন এক সত্তার মাঝে
আরেক সত্তা ঠিকানা খুঁজে.....

Sunday, February 24, 2019

তুমিই শুধু একমাত্র রব


112:3  لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি

112:4  وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

এবং তার সমতুল্য কেউ নেই।

যখন কিছুই ছিল না,
তখনো তুমি ছিলে,
আমাদের বর্তমানে
তুমি ওতপ্রোত ভাবে আছো,
যখন কিছুই থাকবে না,
তখন তুমি শুধু তুমিই সব,
তুমি সর্বজ্ঞ, সবচেয়ে জ্ঞানী,
তুমিই শুধু একমাত্র রব

সীমাহীন সময় ধরে তারারা

সীমাহীন সময় ধরে তারারা
কোনো এক সম্মোহনে
ঘুরপাক খাচ্ছে দল বেঁধে,
অতলান্ত স্থান জুড়ে
এইসব তারাদের দল
যখন উঁকি দেয়
রাতের গভীরে,
তাদের অবয়ব
আঁধারের শরীর ভেদ করে,
এক মায়াময় সর্পিল ছবি
সযতনে অঙ্কন করে,
একে একে অগণিত
তারাদের দল
তাদের নিজেদের
কক্ষপথে দুধের সাগরে,
ভেসে চলে কোনো এক সুরে,
ভেসে চলে তারা
আরো লক্ষ কোটি বছর ধরে


সেই অদ্ভত মুহূর্তে মৃত্যু ছুঁয়েছে তাকে

সেই অদ্ভত মুহূর্তে মৃত্যু ছুঁয়েছে তাকে
                                          প্রয়াত কবি আল মাহমুদের স্মরনে
*****************************

সেই অদ্ভত মুহূর্তে
মৃত্যু ছুঁয়েছে তাকে,
নিয়ে গেছে জীবনের বোধ,
রেখে গেছে নদী
রেখে গেছে নদ,
পরে থাকে করবী
পরে থেকে বিকেলের রোদ,
এই সময়ের তীরে
কল্পনাতীত মানুষের ভীড়ে
আমরা মুহূর্তে মুহূর্তে বাঁচি,
জীবনের এই পারে
মুহূর্তে মুহূর্তে সবস্মৃতি,
আহা কত প্রীতি!
কবির তরে,
কবি মিলে যাবে
অসংখ্য আত্মার ভিড়ে,
কেন জানি মনে হয়,
আপনি যেভাবে জীবনকে চেয়ে ছিলেন,
জীবন ঠিক সেভাবে হয় নাই, 
দুঃখ কষ্টের ভিড়ে কেটেছে
জীবন মনে হয়,
এইতো এপারের যত ক্লান্তির রেশ,
এখানেই শুরু ছিল,
               এখানেই শেষ,
কবি, ওপারে যাত্রা যেন ভালো হয়,
এই শুভ কামনায়
              বিদায় কবি বিদায়!


Saturday, February 23, 2019

এক কবির জীবন চেয়ে ছিল হৃদয়

......এক কবির জীবন
চেয়ে ছিল হৃদয়,
ভালোবাসা ছড়াতে
ঘৃণার কোনো বোধ নয়,
ভালোবাসা পেতে,
কবিরাই সবচেয়ে
ভালোবাসা পায়,
কবিরাই তুলে আনে রূপ,
কবিরাই সাজায় অপরূপ
সব রূপ কবিতার ভাঁজে,
কাছের আর দূরের মাঝে
পৃথিবীর কত দেখা অদেখা বিষয়,
দৃষ্টির আড়ালের সব বিস্ময়,
কবি কাছে উন্মোচিত হয়,
কবিরা দেখে,
কবিরা লেখে,
এই সব কবিতা মায়াময়,
এক কবির জীবন
চেয়ে ছিল হৃদয়,
দুঃখ ক্লান্তি ভুলে
কবির চোখ মেলে
চারদিকে তাকালে,
কতকিছু দেখা মিলে,
কত ছন্দ পরে ধরা
কবি আর কবিতা ছাড়া
কোনো কি জীবন হয়
এক কবির জীবন
চেয়ে ছিল হৃদয়.....

Saturday, February 16, 2019

কবি হবার অপেক্ষা

কতগুলো বসন্ত গেছে,
কতগুলো গ্রীষ্ম,
কতগুলো বছর দিয়েছি,
তবে এবার
আমাকে কবি
হয়ে বাঁচতে দাও,
মাকে দিয়েছি মাতৃত্ব,
বন্ধুদের দিয়েছি বন্ধুত্ব,
প্রেমকে দিয়েছি কতগুলো বছর,
এক মুহূর্তও আমার কথা ভাবি নি,
রাস্তার গলিতে
পাড়ার ছন্নছাড়া গুলো থাকে,
তাদেরকে দিয়েছি অনেক সময়,
সাতচাড়া আর মাংস চোর খেলতে
সময় লাগে ঢের,
আমি কাউকে না বলি নি,
আমি না বলি নি
তাদের সাথে দূরে যেতে,
শীতলক্ষায় যেতে আসতে
দিনের সময় চলে যেত অনেক,
পুরোটা ছেলে বেলা দিয়েছে তাদের,
যখন আমাকে জোর করে
স্কুলে ভর্তি করে দিলো
আমি ভেবেছি কয়েকটা বছরই তো,
দেখতে দেখতে চলে যাবে,
কবি হওয়ার
অনেক অনেক সময় পাওয়া যাবে,
প্রতিদিন স্কুলে যাওয়া শুরু,
দিন দিন করে অনেক দিন,
তারপর মাস,
মাসের পর বছর চলে গেল,
বেমালুম ভুলে গেলাম কবি হবার কথা,
এতো এতো সূত্র,
কত শত ভোকাবুলারী,
অনেক সমীকরনে
সময় দিয়েছি অনেক,
যদিও অনেক সমীকরণ মিলে নি,
তবুও সমীকরণ নিয়ে গেছে
যৌবনের তীব্র সময়,
কখন যে শিমুল
সমীকরণে যুক্ত হয়ে গেছে
লুকোচুরি খেলায়,
শিমুল তোমাকে কি দেয় নি
এতগুলো সময়!
কয়েকশো গোলাপ !
কদম ও দিয়েছে তন্ন তন্ন করে খুঁজে,
জীবনান্দর কবিতা শুনিয়ে
কত রাত পার করে দিয়েছি,
শিমুল কে বলেছি
দেখো আমিও তোমার জন্য
জীবনান্দের মতো কবিতা লেখবো,
তবুও মনে হয়,
মেয়েরা প্রেমিক হিসেবে
জীবনান্দকে ভালোবাসলেও
স্বামী হিসেবে নয়,
তাই শিমুল থাকিনি চেয়ে
এতগুলো সময় নিয়ে
মাতাল প্রেম হারিয়ে গেছে
মাতালদের অনেক বন্ধু থাকে,
মাতালেরা এমনি এমনি হাঁসে,
কখনোই কাঁদে না,
আমি বলছিনা মদ খেয়েই
মাতাল হতে হবে,
অনেক দূরে কারো সাথে
হাঁটতে হাঁটতে,
কথা বলতে বলতে নিজেকে
মাতাল মনে হতে পারে,
সূর্যাস্ত অথবা জোৎস্নার আলো
সম্মোহনকারী,
এইসব সম্মোহনকারী আলোয়
মাতাল হওয়া যায়
কতগুলো সময় চলে গেছে
মত্তদের সাথে থেকে থেকে,
বড় কবি হওয়ার কথা
তখনো ঢাকা পরে আছে,
তারপর কোত্থেকে বড় ভ্রাতা
মার সাথে চুক্তি করে,
করবীর সাথে
বিয়ে করিয়ে দিল
কোনো এক শরতে,
আমি করবীকে বলেছি
আমার কবির হবার কথা,
সে শুধু অট্ট হেঁসেছে,
তারপর বলেছে,
আমি কবি হয়ে গেলে,
জগৎ সংসার কিভাবে চলে,
তাই তার সাথে চুক্তিতে গেলাম,
তাই মানলাম
কয়েক বছর কাজে
মনোযোগ দিয়ে
আমি ঠিক ঠিক কবি হবো,
তারপর অসংখ্য কবিতা লিখবো,
কিন্তু কাজে কাজে
সময় চলে গেছে কয়েক দশকে,
আমি করবী কে
কতবার মনে করিয়ে দিয়েছে,
আমার কবি হবার কথা,
ততবার করবী দিয়েছে গেছে ব্যথা,
শুধু  সে বলেছে
হবে, হবে,
আসছে বসন্তে
অনেক সময় পাবে,
তাই আমি আগামী বসন্ত পর্যন্ত সময়,
আমার কবিত্বকে রেখেছি অপেক্ষায়
(চলবে)













অনুজ

এই দেব শিশুর নাম পরী,
যতই তাকে আদর করি
তুলতুলে আদুরে গালে,
অথবা চুম দেই কপালে,
কিংবা সুড়সুড়ি দিলে গলায়
বা অন্য কোথাও তার গায়,
সে হেঁসে পরে লুটেপুটে,
হেঁসে উঠে দেব শিশু ফুটফুটে,

সময় কত দ্রুত চলে যায়,
এতটুকু শিশু বড় হয়
চোখের পলকে, পলকে,
তাই নিয়ে থাকি তাকে,
কোলে করে অথবা বুকে,
দেব শিশু লাল টুকটুকে |

অগ্রজ - ২

.....আমাদের জরী,
যখন ঘুম থেকে উঠে,
তুলতুলে গালের ওম পেতে,
আমি আর তার জননী,
প্রতিযোগিতায় থাকি,
তাকে কোলে নিয়ে
কে কার আগে,
নিয়ে নেবে অজস্র আদর
নিয়ে নেবে আগে ভাগে......

সময়েরে কেউ কি রাখিতে পেরেছে ধরে

.....সময়েরে
কেউ কি রাখিতে
পেরেছে ধরে ,
শুধু কবি ছাড়া,
জীবন, মৃত্যু ছাপিয়ে,
ছুঁয়ে যায়
মানব মানবীর অন্তরা,
যুগের পর যুগ অনুভূতিরা
কবিতার মাঝে
থেকে যায় আনকোরা,
থেকে যায় প্রেমময়
ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়,
ভালবাসা দিয়ে তাই
একটি কবিতা লিখলাম,
কবিতার মাঝে,
জীবন, মৃত্যু, সময়কে
ধরে রাখলাম.........

মুক্তোর মতো গলায় জড়ালে

.......শতাব্দীর পর শতাব্দী
এমনিই ছিল পৃথিবী,
শীতল থেকে শীতলতর
হতে হতে জল স্থল
উর্বর মৃত্তিকার আবির্ভাব,
তখনো তো ছিল
সাগরের তলদেশে
ঝিনুকের বুকে শুয়ে
ঝিনুকের ভালোবাসা লয়ে,
তারপর মানুষ তাকে
ঝিনুকের মুক্তকে
খুঁজে পেয়ে,
ভালবাসায় গলায়
জড়াল,
তার আগে শুধু
এই মুক্তর জীবন
অজানা যেমন,
আমিওতো ছিলাম অদৃশ্যলয়ে
হৃদয়ের ব্যথা হৃদয়ে
বয়ে বয়ে,
শতাব্দীর পর শতাব্দী
শান্ত নদী, নিরবধি,
তারপর তুমি
তারপর আমি
সময়ের কোনো এক তীরে
সময়ের কাছে এসে ভিড়ে
হলো যেন মনে,
সাগরের গহীনে,
জীবনের অনেক স্মৃতি নিয়ে
পরে থাকা থেকে,
তুমি আমাকে,
নিয়ে আসলে জীবনে যেন,
সুন্দরতম মুহূর্তে কোনো,
মরীচিকা থেকে তুলে,
মুক্তোর মতো গলায় জড়ালে.............

কেমন করে তোমার চুলগুলো এমন করে থাকে

কেমন করে
তোমার চুলগুলো
এমন করে থাকে,
এমন করে না থাকলে
আমি তোমায় নিয়ে ভাবতাম না,
ভাবতাম কি?
ভাবতাম হয়তো,
অন্য কিছুতে,
অধরায় অথবা গ্রীবায়,
ভাবতাম ততক্ষন
যতক্ষণ আমার হৃদয় জুড়াতো না...........

আমি মুগ্ধ হয়ে ভাবি

আমি মুগ্ধ হয়ে ভাবি
কেমন করে
তোমার তরে
হৃদয়ে গেছে ডুবি,
কেমন করে তোমার ছবি,
ভেসে  উঠে
হৃদয় পটে
ভালো লাগে সবই,
ভালো লাগে খুবই
তোমার কপোল
অনেক কোমল
শান্ত স্নিগ্ধ সবই,
তোমার ঠোটেঁ যদি,
হাসি ঝরে
মুক্ত পরে
মুগ্ধ করে সবই,
মুগ্ধ করা সবই,
কালো চুলে,
আঁখি মেলে
তাকিয়ে থাকে কবি,
তাকিয়ে থেকে ভাবি,
তোমার চোখে
থাকিয়ে থেকে
আঁকলো হৃদয় ছবি,
কত শত ছবি
আঁকলো হৃদয়,
ভালোবাসায়
সিক্ত করা সবই,
তোমার তরে
কেমন করে
হৃদয়ে গেছে ডুবি

Tuesday, February 12, 2019

Let's try to touch the sky

She was so little the other days,
Now she makes me so amazed,
She is now bigger than three,
Today she came over and say Daddy,
Let's go outside and let us try,
Try to touch the blue, blue sky,
so I cuddled her, my sweetie pie
Let's try, Let's try to touch the sky

Monday, February 11, 2019

আশ্চর্যময় এই জোৎস্নার রূপ

...আশ্চর্যময় এই জোৎস্নার রূপ
বলে কি বোঝানো যায়!
তাই জোৎস্নার আলো পোহানোর
নিমন্ত্রণ রইলো আমার আঙিনায়,
এখানে শহুরে আলো নেই,
মিটি মিটি কুপি জ্বলে,
জোৎস্না ছড়ালে
কুপি নিভিয়ে দেই,
তারপর শুধু
জোৎস্নার মাখামাখি,
আমি শুধু
চাঁদের দিকে চেয়ে থাকি,
আর আমার আঙিনায়,
জোৎস্নার আলোয় ভেসে যায়,
এই আলোর খেলা
বলে কি বোঝানো যায়!
তাই জোৎস্নার আলো মাখানোর
নিমন্ত্রণ রইলো আমার আঙিনায়,
সবচেয়ে অদ্ভত লাগে,
কিছুক্ষন এই চাঁদের দিকে
চেয়ে থাকলে,
নিজেকে আশ্চর্য কিছু মনে হয়,
কখনো মিহি মেঘ,
কখনো মেঘের শরীরে হারাই,
কখনো জোনাকি,
কখনো পেঁচা
অথবা ঘুঘু পাখি,
কখনো বাতাসে,
চোখে খুব ঘুম চলে আসে,
এমন আবেগময় বোধ,
বলে কি বোঝানো যায়,
তাই জোৎস্নার আলোর উৎসবে,
নিমন্ত্রণ রইলো আমার আঙিনায়.....

তোমার রূপে আমার দৃষ্টি ঝলসে যায়

........তোমার রূপে
আমার দৃষ্টি ঝলসে যায়,
তাই, আবার তাই
অন্য দিকে তাকাই,
কখনো আকাশে
কখনো সবুজ ঘাসে
দৃষ্টি নামাই,
আমি ঠিক জানি,
তুমি হাসছো,
তোমার হাসি
অধরায় নেমে গিয়ে
ছড়িয়ে পড়ছে আশেপাশে,
সময়ও থেমে গিয়ে
এই সুন্দর হাসির দিকে চেয়ে আছে,
সবগুলো মেঘ সরিয়ে
অতলান্ত আকাশ উঁকি দিয়েছে,
আমি জানি অসংখ্য চোখ
বিস্ময়ে তাকিয়ে আছে,
ভাবছে, শুধু ভাবছে
এমনও হয় পরী কোনো!
ঠিক রূপকথার মতো যেন,
এইসব সবকিছু উপেক্ষা করে,
শুধু সে বলে, "আরেকটি বার
আমার দিকে তাকান,
আমি চোখ নামাবো,
আপনি হৃদয় ভরে দেখেন"
তাই আমি দেখি,
দু চোখ ভোরে দেখি,
তোমার উপহার
হৃদয়ে তুলে রাখি....








Monday, February 4, 2019

আমি মুগ্ধ হয়ে দেখি তার অবয়ব

আমি মুগ্ধ হয়ে দেখি তার অবয়ব,

.
.
.
এ এক অদ্ভত বিস্ময়,
আমি চেয়ে থাকি,
চুপচাপ,
টুপ
করে
আমার ভাবনার
পুকুরে, তোমার কথার
প্রতিধ্বনি ঢেউয়ের তরঙ্গ তুলে,
আমি সম্বিত ফিরে পেলে,
নিজেকে অপ্রস্তুত
করে
ফেলি,
নিজে নিজে ভাবি
আজ না হয় থাক এইসব
অন্য কোনো দিন বলি, সেইসব
সব কথা, এই অসম্ভব
রূপরে অবয়ব
দেখে,
বিস্ময়ে
হতবাক
হয়ে থাকে,
বলা হয় না তারপর
হৃদয়ের গভীর কথা আর,
শুধু তাকে আমি বলি
"আমি এ পথেই
যাতায়াত করি
দেখা হবে
ফের
আর
দেখবেন
আপনি ভালো
থাকবেন",
শুধু হাসি
তারপর,
শুধু
হাসি
.
.
.
.








তোমার প্রতিচ্ছবি

.......তোমার মত
হাসে না কেউ,
তোমার মত করে,

তোমার মত
হাসে না কেউ,
এতো যতন করে,

তোমার চোঁখে
তাকিয়ে থাকা,
তোমার চোখের 'পরে,

তোমার চোঁখে
তাকিয়ে থাকা
অনন্তকাল ধরে,

তোমার ঠোঁটে
আলতো ছোঁয়া,
অন্য ঠোঁটের 'পরে,

তোমার ঠোঁটের
আলতো হাসি,
আলতো করে ঝরে,

তোমার কপোল,
তোমার চিবুক,
তোমার আমি কবি,

আমার মাঝে,
সকাল সাঝে,
তোমার প্রতিচ্ছবি......

Saturday, February 2, 2019

সল্ট লেক সিটি

...........স্বপ্ন দেখতে পারি বলেই,
তুমি আমি মানুষ,
আমাদের স্বপ্নের প্রতিফলন
আমাদের দিন রাত্রি,
তবে আমি কোনো স্বপ্নের কথা বলছি না,
তবুও স্বপ্নের মতো এই হ্রদ
দুইপাশে শান্ত স্নিগ্ধ মায়াময় বোধ,
পাহাড়ের বুকের নিগড়ানো
অল্প অল্প জলধারা থেমে আছে এখানে,
ঠিক শুধু বেদনা নয়,
আবার শুধু আনন্দেরও নয়
এখানে আসার অনুভূতি,
আনন্দ বেদনার মাঝামাঝি কি
অন্য কোনো অনুভূতি হতে পারে?
এমন অনুভূতি শুধু
রক্ত মাংসের মানুষই পেতে পারে,
বাতাসের আঙ্গুলি
হাতে মুখে বুলাতেই মনে হলো,
এই সুরু পথে হাঠতে হাঠতে
আমার যেন হলো
এই বোধ,
এই পাহাড়, উপত্যকা আর হ্রদ,
পাখিদের পিছু পিছু এখানে আসেনিতো!
পৃথিবীর মায়ায় থেকে গেছে,
অন্য ভুবন ভুলে গেছে,
তারপর এই স্বপ্নের মত ভূমি,
স্বপ্নের মতো অন্যরকমই,
আরো কত স্বপ্নের জন্ম দিলো
মানুষকে মানুষের মতো করে ভাবতে শিখালো............


Wednesday, January 30, 2019

কৃষ্ণচূড়ার দিন

...কৃষ্ণচূড়া জুড়ে,
ফুলে গেছে ভরে,
লালের রঙ্গে রঙিন,
রঙিনের এক দিন,
রঙিন দিনের দেখায়,
গভীর কোনো কোথায়,
হৃদয় গেছে গলে,
কৃষ্ণচূড়ার তলে,

এমন দিনে তাই,
তারই ভালোবাসায়
হৃদয় গেছে ছেয়ে,
ও অপ্সরী মেয়ে,
কৃষ্ণচূড়ার এ দিনে,
রাঙালে আমায় রঙিনে....


জীবন আমাকে নিয়ে আসে দুরে

...জীবন আমাকে নিয়ে আসে দূরে,
হৃদয় চূর্ণ করে হৃদয় শূন্য করে,
মন পরে থাকে দেশের তরে,
এই মন শুধু ঘুরেফিরে,
অলির আর গলির ভিতরে,
গলি ছেড়ে বড় রাস্তায়
মাইলের পর মাইল হেঁটে যাই,
হওয়া লাগে চুলে,
লাগে হওয়া গালে,
কখনো কি ক্লান্ত হই!
পথে হাঁটা দুরে হয়,
মিলে আসে হৃদয়ের সব জন,
মিলে যায় ব্যথাতুর মন,
বন্ধুর মতন কি আছে হৃদয়ে,
মনের কথা বন্ধুর কাছে হয়ে
পথে হাঁটা থামে নাকো আর,
বন্ধুরা যখন ঢুকে যায় মনের ভিতর,
এখানে বন্ধুরা নাই বন্ধুর মত,
হাঁটা  হয় না আগে হত যত,
মন পরে থাকে দেশের তরে,
অলির আর গলির ভিতরে...

Tuesday, January 22, 2019

অগ্রজ


           জরী (জুয়াইরিয়া) তোকে
*************************************

শোন্ জরী,
তোকে আদর করে
এ নামে ডাকি,
তুই হয়তো অন্য কোনো ভাবে
জানতে পারতি এই নাম,
কিন্তু আমি চেয়েছি
আমিই তোকে প্রথমে বলি,
আরো কিছু কোথাও তোকে বলবো এখানে,
তবে আগে বলেই নেই,
কিভাবে জরী নামটা এলো,
খুব স্বাভাবিক এবং খেয়ালি মনে হবে হয়তো,
কোনো এক রাতে আমার মনে হলো ,
স্বপ্নের মাঝে কেউ আমাকে বলে দিলো,
"জরী নামটা খুব সুন্দর,
অগ্রজকে মানাবে অনেক!"
আর কিছু মনে নেই
শুধু এতো টুকুই,
ঘুম ভেঙ্গে গেলে তারপর,
সত্যিই মনে হলো "জরী"
শুধুই কোনো এক অপ্সরীর
সুন্দর নাম হতে পারে,
অগ্রজ, "জরী" নামটা সুন্দর না !

***************************

তুই যখন বড় হয়ে উঠবি
তখন হয়তো
অনেক কিছুই মনে থাকবে না আর
ধুলো পরে যাবে স্মৃতিগুলোর 'পর
তবে আমি এখানে কিছু বলে যাচ্ছি,
আমি নাহলেও তোর মা'র
আরো ভালোবাসা প্রাপ্য আমাদের।

***************************

তোর আসার খবর জানার পরে
আমাদের অপেক্ষার পালা যেন শেষ হতে চায় না,
আমরা শুধু দিন গুনি,
কত সময় তোর মা'র কাছে থেকে
তোর আলোড়নের কথা শুনি,
আমিও অনেক সময় কথা বলেছি বাইরে থেকে,
(তোর কি মনে আছে কিছু!)
আলোড়নের সারা, কথায়  কি বোঝানো যায়?
প্রতিদিন ছিল অন্য রকম
ভালো লাগার, কিছু চিন্তার,
তুই ঠিক মতো বেড়ে উঠছিচ তো
আমি তোর মাকে বলি প্রতিদিন, "আজ কয় সপ্তাহ গেলো?"
আমি দিন আর সপ্তাহে তালগোল পাকিয়ে ফেলি,
প্রতিদিন আমরা একটু একটু করে প্রস্তুতি নিতে থাকি,
কিযে ভালো লাগার, অনেক ভালোবাসার,
অনেক কষ্টের তোর মা'র জন্য
দীর্ঘ নয়মাস আগলে রেখেছিল নিজের সব কিছু দিয়ে,
নিজের আগে ভেবেছে তোকে,
খুব ভালোবাসা দিয়ে, খুব যত্ন করে

***************************

যেদিন তুই হবি,
সবাই ভাবছিলো তুই এই পৃথিবীতে
আসতে চাসছিসনা এতো তাড়াতাড়ি,
একটু হাত খেয়ে নিচ্ছিস
একটু ঘুম, কিছুনেই হাত পা ছুড়াছুড়ি,
কিন্তু আমাদের তো  আর তড় সহ্য হচ্ছেনা,
আমি শুধু খোঁজ নিতে থাকি
তোর হৃদের স্পন্দন, তোর আলোড়ন

*********************************

সব ঠিক ছিল সেই রাতের আগে,
তোর মা আমাকে সবসময় বলতো,
"তোমার মেয়েটা অনেক লক্ষী পক্ষী
কোনো যন্ত্রনা দেয়নি আমায়,
থাক আরেকটু ঘুমিয়ে আসুক এ ধরায়,
সামনে তো আসছে দীর্ঘ পথ চলা"
(নাকি দীর্ঘ পথের মাঝে একটু বিরতির বেলা?)
তোর মা আমাকে নির্ধিধায় থাকতে বাধ্য করে,
তবুও আমি পায়চারা করি রুমের বাইরে
কখনো রুমের মাঝে,
ঠাঁয় দাঁড়িয়ে থাকি তোর মা'র পাশে,
হাত ধরে, কখনো মুছে দেয় কপালের ঘাম,
জন্ম দানের বেদনা এক মাত্র মায়েরাই
সহ্য করতে পারে
আমি অভয় দেয় আর কিছুতো সময় বাকি
অগ্রজ ঠিকঠাক সময়ে চলে আসবে বৈকি
যদিও আমি জানি
অগ্রজর হৃদয়ের স্পন্দন স্বাবাভিক নেই আর,
অনেক সময় প্রচেষ্টার ফলে
তোর মা অনেক ক্লান্ত হয়ে গেলে
কি যে কষ্ট, কি কষ্ট, কি বলি তোকে
নিয়ে যায় তোর মাকে
দেহ কেটে তাই তোকে জন্ম দেয়
বছরের চতুর্থ মাসের ষোল তারিখে,
কিযে আনন্দ এই বেদনারও মাঝে,
তোকে আমি কোলে নিলাম,
আর দুজনে মিলে সাহসী মায়ের
জ্ঞান ফিরার অপেক্ষা করতে থাকলাম
আসলেই মায়েরাই সাহসী,
মায়েরাই জীবনের কারন
মায়ের কাছে তোর সব ঋণ
তুই হয়তো কখনোই এতো কষ্টের গল্প
জানতে পারতিনা
কিন্তু তোর মা'র আরো অনেক কিছু প্রাপ্য
আমাদের কাছ থেকে, তাই
জীবনও যদি চায়
দিয়ে দিস অবলীলায়
কেননা, যে এতো কষ্টে জীবন দেয়
তার জন্য কি এতটুকু করা যায়  না ....
















চাঁদের এই অদ্ভত অবয়ব দেখে

...চাঁদের এই অদ্ভত অবয়ব দেখে
লোকেরা বিমহিত,
শুধু তার দিকে ফিরে ফিরে তাকায়,
হাত বাড়িয়ে ছুতেঁ চায়,
তবুও চাঁদ দূরে থাকে,
তার ভালোবাসা পৃথিবীর জন্য তুলে রাখে,
পৃথিবীর চারপাশেই শুধু ঘুরপাক খায়, পৃথিবীর চারপাশে শুধু চাঁদই অদ্ভত বিস্ময়...

Sunday, January 20, 2019

এইসব অদ্ভতসব বিষয়

এইসব অদ্ভতসব বিষয়,
হৃদয়কে করে বিস্ময়,
এই পূর্ণিমার রাতে
আলোকিত চাঁদ দেখা যায়,
দূর থেকে অনতিদূরে
দেখা যায় মিহি আলোয়
ভেসে গেছে, ভেসে গেছে ভুবনময়,
ঝিঁঝিঁরা ডাকছেনা এতো উচ্চস্বরে,
পূর্ণিমার চাঁদের সম্মোহনে
সময়ও যেমন ধীরে ধীরে চলে,
তারাও ডাকছে ধীরে ধীরে,
জোনাকির দল আলো জ্বালছে
আলতো করে, টিপেটিপে,
তারাও যোগ দেয় ঝিঁঝিঁদের আলাপে,
আহা, এ রাতের
পূর্ণিমার এ জলসানো চাঁদের
আলো পোহানোয় চলে যায় সময়,
আর এইসব অদ্ভতসব বিষয়,
হৃদয়কে করে বিস্মিত, হৃদয়কে করে বিস্ময়




এতগুলো মেঘেদের দল

.....এতগুলো মেঘেদের দল
টেনে নিয়ে গেলো কেউ উত্তরে,
তাই ছেড়া ছেড়া মেঘগুলো
ছুটে চলে তাদের পিছু পিছু বহুদূরে,
সারা রাত মেঘে ঢেকে থাকা
পূর্ণিমার চাঁদ তাই,
এইবার যেন ভাসিয়ে দেয়
শান্ত স্নিগ্ধ রাতের আঁধার,
যদিও রাতের বেশিক্ষন নেই আর,
বেশিক্ষন নেই রাতের আঁধার,
ধীরে ধীরে ঐ চাঁদ ডুবে যায়
দিগন্তে কি চাঁদকে বড় দেখায়?
বাদুড়ের দল তারি খোঁজে ছুটে যায়,
তাদের সেইসব ভৌতিক ছায়া,
এইসব অজাগতিক মায়া,
শুধু মনে হয়
জাগতিক নয়, জাগতিক নয়....


1.20.2019
Mooresville, NC





     

Thursday, January 10, 2019

এই অপরূপ চাহনি

আরেকটুকু বেশি হলে মনে হতো
ঠিক হয়নি
       এই চাহনি,
সে বলছে,
       আমি চেয়ে থেকে শুনি,
আমি নিশ্চিত বলতে পারি,
       কপোলের অংশটুকু তারই
ঠিক ঠিক আছে,
      মিলে গেছে
সুন্দর করে গ্রীবায়,
      কি অবলীলায়
তার অধরায়
      সব এসে থেমে গেছে,
আমি ঠিক ঠিক বলতে পারি,
      তাকেই এ হৃদয় ভালোবেসেছে,
তার নয়নের গভীরতা,
      তার রূপের তীব্রতা,
আশ্চর্য সেই ঝলসানি,
     আমি ঠিক ঠিক বলতে পারি
    এই অপরূপ চাহনি,
    এর আগে, আমি আর কখনো দেখিনি .....


১.১০.২০১৯
Mooresville, NC


আমাকে শেষ রাতে ঘুমাতে দেয়নি নক্ষত্র আর কবিতার দল

আমাকে
শেষ রাতে
ঘুমাতে দেয়নি
নক্ষত্র আর কবিতার দল,
আমি বিস্ময়ে
তাদের ছুটে চলা দেখেছি,
তাদের ক্লান্তি নেই,
তাদের ঘুম নেই,
শুধু ছুটে চলা আছে,
আমি শেষ রাতে,
সেইসব দলেদের সাথে
ছুটে বেড়িয়েছি
ছায়া পথে পথে,
শব্দের অলিতে গলিতে,
নক্ষত্র আর কবিতার মাঝে ,
কিছু অদ্ভত মিল পাই খুঁজে,
খুঁজে পাই
ঠিক অন্যরকম বিস্ময়,
অন্য সব ভুবনের কোলাহল,
সেইসব নক্ষত্র আর কবিতার দল
আরো একবার অন্তমিলে যায়,
এইসব অদ্ভত রাতে
নক্ষত্র আর কবিতারা
ঠিক ঠিক আমাকেই খুঁজে পায়,
খুঁজে পায় এই কবি,
কবিতায় অসংখ্য নক্ষত্রের ছবি ,
অসংখ্য কবিতার জন্ম হয়  সেই রাতে,
সেই রাত কাটে শুধু নক্ষত্র আর কবিতাতে...

১.১০.২০১৯
Mooresville, NC

Wednesday, January 9, 2019

I Feel Like to Write Many More Tonight


I Feel Like to Write Many More Tonight


I feel like to write many more tonight, 
Looking at these stars so bright,
I know we call them star,
But they seem so close, not so far,
I can wave at 'em, call them close,
I know they've come, far across,
I can smell 'em, nothing like here,
I can assure, so sure, we call 'em star,
I want to say what happened tonight,
I held my pen and this what I did write

Mooresville, NC
1.9.2019

এইসব তারাদের দল

এইসব তারাদের দল


......... এই কবিতা আরো একবার তোমাকে তারার ভুবনের কাছে নিয়ে যাবে...

....................................................................................................................................

.... এ এক দারুন তারার সমারোহে,
আজ আকাশের বুক ভেদ করে
নেমে এসেছে আরো অজস্র তারাদের দল,
নেমে এসেছে, খুব কাছে,
পৃথিবীর কাছাকাছি,
তারাদের দল রাশিরাশি,
আমি ব্যস্ত জীবনের এক টুকরো
সময় নিয়ে আকাশের দিকে তাকাতেই
বিস্ময়ে আমার হৃদয় বলে উঠলো যেন,
আমি এতো ক্লান্ত কেন?
কোথায় থেকেছি আহারে,
এ তারার অসংখ্য ভুবন ছেড়ে,
এইসব তারাদের দল,
সব গ্লানি মুছে দেয়,
মুছে দেয় জল,
আরো রাত্র্রী  গাঢ়  হলে,
কাছিকাছি আছে আরো,
আরো করে ঝলমলে,
আর আমি শুধু মুগ্ধ হয়ে
এইসব তারাদের অবয়ব দেখি,
আর ভাবনার মাঝে
অজস্ৰ শব্দের, অজস্ৰ কবিতা লেখি..

Mooresville, NC
1.9.2019