আহা কিযে মায়া,
শান্ত করা ছায়া,
জুড়িয়ে যাওয়া কায়া,
তপ্ত হওয়া হৃদয়,
জুড়িয়ে গেলে কি হয়!
যাক চলে যাক সময়,
বোধের তাতে কি হয়!
হয় না কারো ক্ষতি
নিজের টুকু দিলে,
হারিয়ে যায় প্রীতি
তাদের কিছু নিলে,
রাখো তোমার সবই
যা নিয়েছো তাও,
সবকিছু নিয়ে
একা থাকতে দিও,
আমি এইসব বৃক্ষের ছায়ায়,
ডুবে থাকবো মায়ায়,
জুড়াবো এই হৃদয়,
যাক চলে যাক সময় ।
No comments:
Post a Comment