Followers

Friday, October 29, 2021

বসন্তের তেমন রং নেই আর

 বসন্তের তেমন রং নেই আর, 

বসন্তের হারানো রং তোমার দুচোখে,

বসন্তের মনকাড়া রং ফেকাসে যেন,

বসন্তের সব রং তোমার চিবুকে,

বসন্তের বাতাসে নেই আগের সুবাস

বসন্তের ঘ্রান ছড়ানো তোমার আঁচলে,

বসন্তের আবেশ যত ভিড় করে থাকে

তোমার নরম কোমল পিঙ্গল চুলে, 

তোমার তুলতুলে গালে 

ভীড় করে বসন্তের সব হাঁসি,

তোমার অধরার হাঁসি 

ভালোলাগা আরো বেশি,

আবার কি বসন্ত পাবে 

এমন রাঙ্গানো দিন,

তোমার অবয়বে 

এমন সব বসন্তরা কত না মলিন!

Saturday, October 23, 2021

কবিতারা অভিমানী খুব

 কবিতারা অভিমানী খুব, 

ভালোবাসা চায়, 

মনোযোগ চায়, একনিষ্ট যোগ, 

অনেক কিছু বিয়োগের পরে

তাকে বোঝা যায় ঠিকঠাক,

অনেক জ্বালিয়েছে সে, 

তাকে আমি বুঝিয়েছি অনেক, 

মানুষের আর কবিতার জন্য সময় নেই, 

ভালোবাসা চলে গেছে,

কোনো মনোযোগ নেই, 

কোনো দ্বিধা নেই,

কবিতার জন্য প্রেম হারালে 

এমনি হয়, 

এমনি হওয়ার কথা ছিল,

মানুষেরা শূন্য হয়ে গেছে, 

মানুষেরা অন্তসারশুন্যে পৌঁছিয়েছে,

মানুষ মানুষেরা ভালোবাসে না আর, 

পূর্ণিমায় উল্লাস কবে করেছে আবার?

বসন্তে উড়ায় না রঙীন ফানুস, 

এমন ভিড়ে একাকী মানুষ,

তোমার ব্যথায় কেউ হয় না ব্যথাতুর,

তোমায় হৃদয় বেদনা বিধুর,

তোমায় সুধায় না কেউ, "কেমন আছো তারপর?"

তারপর মানুষ মানুষেরা 

দূরে সরে গেছে, 

অযাচিত খেলায় সময় খুইয়েছে,

ভুলে গেছে কবিতার কথা, 

ভুলে গেছে কবিতারা 

হৃদয়ের ক্ষত সারায়, 

প্রাণের ক্লান্তিতে শান্তির হাত বুলায়, 

কবিতার হাত ধরে তারা 

আবারো মানুষ হতে পারে, 

কবিতারা আবারো দিতে পারে

ভালোবাসা ভরপুর, 

অসম্ভব ভালোলাগা মিষ্টি দুপুর, 

পূর্ণিমার উল্লাস, 

বসন্তের বর্ণালী সময়, 

আহা, কবিতার মতো কে দেয় 

এমন ভালোবাসার অনুভূতি, 

আসো তাই, 

কবিতার প্রতি মনোযোগ দেই, 

কবিতারে ভালোবাসি, 

আবারো আমরা হয়ে উঠি মানুষ মানুষী 

Friday, October 22, 2021

তুমি একটু ছুঁয়ে দাও এখানে

 তুমি একটু ছুঁয়ে দাও এখানে

হৃদয়ের গহীনে, 

হৃদয়ের বনে ফাগুন আসুক,

হৃদয়ের কোনে ভালোবাসা জাগুক,

ভালোবাসা থাকুক হৃদয়ের গহীনে গহীনে,

তুমি একটু ফুঁয়ে দাও এখানে

এ ক্লান্ত প্রাণে, 

এ ক্লান্ত প্রাণে বসন্ত আসুক, 

এ ক্লান্ত প্রাণে ভালোবাসা জাগুক,

ভালোবাসা থাকুক প্রাণের গহীনে গহীনে 

তোমার চোখে মুখে বসন্তের রঙ সব লেগে আছে

 তোমার চোখে মুখে 

বসন্তের রঙ সব লেগে আছে, 

তোমার গালে লেগে আছে 

বসন্তের সব হাঁসি, 

তোমার গ্রীবায় ঠায় পায় 

ভালোবাসা নীল,

অনাবিল ভালোবাসা ভালোবাসি, 

তোমার কপোলে জুড়ে,

চুল আর ফুল খেলা করে, 

খেলা করে হৃদয়ে হৃদয়ের বাঁশি, 

হৃদয়ের সুরে হৃদয় জুরে, 

অনাবিল ভালোবাসা ভালোবাসি.. 

Friday, July 9, 2021

কুট্টুস বুড়ি

                     সুরী(হাফসা) ভালোবাসি তোকে

****************************

এই ঘরে এক কাঠবিড়ালি থাকে,

তাকে সবাই কুট্টুস বুড়ি ডাকে, 

তুমি যখন থাকবে আশেপাশে 

চুপটি করে থাকবে চেয়ে কাছে

চোখ ফিলারেই, খিলখিলিয়ে হাসে,

কুট্টুস বুড়ি বড্ড ভালোবাসে

আম পেয়ারা আপেল যত আছে, 

একটু খেয়ে ছড়ায় আশেপাশে,

চোখ ফিলারেই, খিলখিলিয়ে হাসে,

যখনি বলি, "খাওনা কেন, এক কামড়ের পরে",

বুড়ি বলে "এত্ত খাবার খাবো কেমন করে! 

কত্ত রকম খাবার আছে ঘরে, 

স্বাদ নিতে চাই সবগুলোরই, একটি একটি করে",

কাঠবিড়ালি ছড়ায় খাবার, এই ঘরে, সেই ঘরে, 

"কুট্টুস বুড়ি" - ভালবাসে তবুও সবাই তারে 

Thursday, July 8, 2021

অনুজ - ২


    সুরী(হাফসা), তোর জন্য

*************************************

 অনুজ, 

পৃথিবীর সবচেয়ে সুন্দর 

হাঁসি তুই পেয়েছিস; তোর চোঁখের

এই হাঁসাহাঁসি, 

অতলান্ত নীলের ভাসাভাসি,

এতো মুগ্ধময়, তোকে চেনা যায় না, 

এতো প্রাঞ্জল, এতো উজ্জ্বল

হাঁসি হেঁসে, কথা বলিস

চেয়ে থাকিস

না ভালো বেসে পারা যায় না, 

তুই বড় হবি, 

তোর সবচেয়ে সুন্দর ছবি,

আমি এই কবিতায় রেখে দিলাম, 

তোর অনবদ্য হাঁসি,

তোর মুগ্ধময় এই হাঁসি,

আমি এই কবিতায় এঁকে রাখলাম

Thursday, June 10, 2021

I wish I die in the sujood

 I wish I die in the sujood 

        When it is time to go away, 

I want to lay my head down to my God

        When I've nothing left to say, 

So, If you find me there

        Not raising my head anymore, 

Not only Praise Him 

            but also thank Him so much more,  

If you see me die otherwise, 

        when it is time to go away,

Pray to the Lord for my forgiveness, o dear!

        When I've nothing left to say...



*sujood = Prostation

Let me kiss you one more time

Let me kiss you one more time 


[ Juwairiyah, my angel, this for you!

                                                    Daddy]

********************************

Let me kiss you one more time 

My baby,

           Let me kiss your forehead,

Let me kiss you one more time 

My angle,

            Let kiss whatever time I get,

You are so real, 

You are my jewel,

                you are the god-gifted to me, 

You are so precious,

You are so gracious,

                You are so pleasant to see,

 So let me kiss you one more time 

My baby, 

            Let me kiss your eyes,

Let me kiss your temple, 

O my angle!

            Let me kiss 'til my soul dies ......

সমুদ্রের এই ঘ্রান

 সমুদ্রের এই ঘ্রান,

বাতাসের কোলে ভেসে আসে, 

চোঁখে মুখে হাত বুলায়, 

চুলে বিলি কাঁটে, 

দেহের ফাঁকে ফাঁকে স্পর্শ করে যায়,

স্পর্শ করে হৃদয়, 

হৃদয় বায়বীয় হয়, 

বাতাসের  কোলে ভেসে ভেসে, 

দূর সমুদ্রে চলে যায়...