Followers

Tuesday, February 11, 2014

জননী এবং জন্মভূমি

এটাই কি স্বাভাবিক না?
তুমি বড় হয়ে উঠছ,
জননী তোমার বুড়ো হয়ে উঠছে,
দৃষ্টি তাঁর ক্ষীন হয়ে আসছে,
তোমাকে হয়তো আর কোলে তুলতে পারছেনা,
কেননা তুমি অনেক বড় হয়ে উঠছ,
কিন্তু তুমি এত টুকুন ছিলে,
খুব ছোটো ছিলে,
দৃষ্টি খুব বেশি দুরে যেত না,
তাঁর চোখ দিয়ে তুমি পৃথিবী দেখেছ,
তার হাত ধরে হাটতে শিখেছ,
এটাই খুব স্বাভাবিক তুমি বড় হয়ে উঠছ,
জননী বুড়ো হয়ে উঠছে,
কেন এটা স্বাভাবিক হতে পারে না?
আজ তোমার দৃষ্টি দিয়ে সে পৃথিবী দেখবে না?
তোমার হাত ধরে বাইরে যাবে না?
উল্লাস করবে না, হাসবে না, বাঁচবে না?
এটাই স্বাভাবিক হবে না কেন!
যদি তুমি তাঁর চুলে হাত বুলাও,
মুখে খাবার তুলে দাও,
একটু হাঁসি ফোঁটাও,
কেননা তুমি যখন অসুস্থ ছিলে
তোমার গাঁয়ে জননী হাত বুলিয়ে দিয়েছে
খাবার তুলে দিয়েছে,
হাঁসি ফোঁটানোর জন্য অনেক কেঁদেছে,
যখন ছোটো ছিলে তুমি
কত কিছু দরকার ছিল তোমার,
আজ জননীর বয়স বেড়েছে অনেক
সবচেয়ে বেশি তোমাকে তার দরকার,
এখনো কি সময় হয়নি তোমার,
কিছুটা ঋণ হাঁসি মুখে তাঁকে ফেরত দেবার?

তোমার জন্মভূমি মায়েরি মত,
দেশকে মনে কোরো মাকে মনে কর যত,
সে তো মায়েরও জননী ,
সবার জন্মদাত্রীকে কেন মা বলে ভাবনি ?
অস্থি-মাংস-সার তোমার শরীরে,
মাটির নির্যাসে গড়ে উঠেছে ধীরে ধীরে,
তোমাকে পরিচিত করেছে পৃথিবীর বুকে ,
যেখানেই থাক দুখে আর সুখে,
এটাই যেন স্বাভাবিক হয়, এটাই যেন সহজাত হয়,
জননী এবং জন্মভূমি যেন হৃদয়ে আর প্রাণে স্থান পায়…

1 comment: