Followers

Friday, February 21, 2014

অন্য পৃথিবী

 অন্য পৃথিবী


এখানেও আছে বিস্ময়,
পৃথিবীর মত হয়ত নয়,
তবুও অন্য কোনো বিস্ময়ে,
এই পৃথিবীর আকাশ গিয়েছে ছেয়ে,
হয়ত জলের নদী নেই,
কিন্তু বায়বীয় নদীটাই
এঁকে বেঁকে গেছে রঙ্গন পৃথিবীতে,
সূর্যটা হয়ত কিছুটা দুরত্বে
আলো দিয়ে যায়,
লাল, নীল পৃথিবী আলোকিত হয়
সেখানেও আছে কিছু বিস্ময়!

সেখানে হয়ত মানব মানবী  নেই,
হয়ত অন্য কোনো প্রাণ  তাই 
বিচরণ  করে,
বেঁচে  থাকে সেই ভুবনের তরে,
ভালোবেসে ভালবাসা
অন্য প্রানের কাছে আসা,
চেয়ে থেকে  নক্ষত্রের  ভিরে,
খুঁজে  পেতে  অন্য পৃথিবীরে,

হয়ত চাঁদ আছে !
চাঁদ কি আছে ?
জোনাকির মত নয়তো,
অন্য কোনো পোঁকা হয়ত,
জ্যোত্স্নার বনে বনে,
আলো জ্বালায়, সবাইকে ডেকে আনে ,
জ্যোত্স্নার উত্সবে মাতে,
কখনবা জীবনের ঘাত প্রতিঘাতে,
আকাশের পানে তাকায়,
আর ভাবে,আর কি কেউ নাই!
কত দুরে কোন নক্ষত্রকে ঘিরে,
ভেসে যায় আলোর সাগরে,
ভেবে ভেবে হৃদয় ক্লান্ত হয়,
সেখানেও আছে বিস্ময়কর বিস্ময়...
                                                   ফেব্রুয়ারী ২১ ২০১৪ 
                                                    লংমন্ট, কলোরাড








No comments:

Post a Comment