Followers

Saturday, April 27, 2019

My Lord, All praises only due to You

All praises due to You,
Only to You my Lord!
I can't think how I could
Come into being without You,
In the womb You guided me,
I didn't have any eyes to see,
I didn't have hands,
I didn't have any limbs,
But You guided me,
You guided me through,
All praises can not but due to You!
Then You gave me heartbeats,
You blew the soul into me indeed,
You made me turn, drink and play,
You put me to sleep at night and day,
I grew up with Your mercy,
So much mercy, and blessings I can see,
I was born weak and helpless
what I can recall,
But You guided me to my mother
Who put me in her arms when I was so small,
And she cared, so dear and fed,
You arranged everything I needed,
That's so true, so true!
O My Lord all praises due to You!
I didn't have strength
In my arms and limbs,
But You gave me strength day by day,
You made me run, eat and play,
You guided me
whenever I was alone,
You gave me strength, You made me strong,
You gave me guidance, prophets and more,
You blessed me so much I can't ignore,
You guided me all this through,
All praises can not but due to You,
I know You guide me till today,
You will guide me any other day,
That's I always call to You,
My Lord, All praises only due to You!

হৃদয়ের বন্দি ভালোবাসা এ বসন্তে মুক্তি পাক

আকাশে চাঁদ উঠলে
বোঝা যায় আজ পূর্ণিমা,
গাছে গাছে সবুজে ছেয়ে গেলে
বোঝা যায় নতুন বসন্ত আগত,
ফুলে ফুলে সুশোভিত প্রান্তর
বলে দেয় বসন্ত এসে গেছে,
তোমার অবয়বে হাঁসির উৎচ্ছাস
দেখে বোঝা যায়,
বলা না-বলা অনেক কথা
হৃদয় বলতে চায়,
সুশোভিত এ বসন্তে,
ফুলে ফুলে রঙিন এ প্রান্তে
তুমি হৃদয়ে এসো,
এ হৃদয়কে ভালোবেসো,
বলা না-বলা অনেক
                    কথা বলা হয়ে যাক,
হৃদয়ের বন্দি ভালোবাসা
                   এ বসন্তে মুক্তি পাক....

Thursday, April 25, 2019

ব্যাকুল আবেগ দিবা রাতি

তোমার সুবাস কাছে আনে,
তোমার কথা বাঁজে কানে,
তোমার জ্যোতি আলো আনে,
আমার মনের গহীন কোনে,
তোমার হাঁসি ছড়িয়ে পড়,
আমার প্রাণে এমন করে,
তোমার দৃষ্টি বিভোর করে,
আমার হৃদয় আলতো করে,

আমার মাঝে তোমার জ্যোতি,
তোমায় নিয়ে আমার মনে,
তোমার নিয়ে অন্ত কোনে,
শত ভাবনার অনেক ঋতি,
তোমার জন্য আমার প্রাণে
ব্যাকুল আবেগ দিবা রাতি |

এমন দিন একটি চেয়েছিল হৃদয়

এমন দিন একটি চেয়েছিল হৃদয়,
হিমেল হাওয়ার একদিন, একটুও উষ্ণ নয়,
হালকা মেঘে ছেয়ে থাকা আকাশে
সূর্যের উত্তাপ নেই,
এমন বসন্তের দিনে
এখানে,
সুবুজের মাঝে
অনেক রঙিন ফুলে
ছেয়ে গেছে ভুবন,
ছেয়ে আছে এই প্রান্তর,
ছেয়ে গেছে মন,
আর এমন দিনে
এই প্রান্তরে,
ভীষণ ভালোলাগার সুবাস নিয়ে,
রঙ্গিনী এগিয়ে এলো,
হাত না ছুঁলেও
হৃদয় ছুঁয়ে গেলো,
সবুজের মাঝে
সবচেয়ে রাঙা ফুল
আমার ভুবন রাঙালো,
হাত ছুঁয়ে না দিলেও হৃদয় ছুঁয়ে দিলো,
এমন তৃপ্তিময় সময়ে তারে পাই
এমন দিন একটি চেয়েছিল হৃদয়

তুমি দেখবে বলে আমি তাকিয়ে থাকি

তুমি দেখবে বলে
আমি তাকিয়ে থাকি,
তোমার অবয়বে
রূপের মাখামাখি,
তুমি বাসবে ভালো
তাই মজে থাকি,
তোমার অধরাতে
যত মাতামাতি,
তুমি হাঁসবে বলে
আমি চেয়ে থাকি,
তোমার কপোল
জুড়ে সব স্পর্শ রাখি,
তুমি বলবে কথা
আমি চেয়ে থাকি,
তোমার নয়ন তারায়
শত স্বপ্ন দেখি,
তোমার গ্রীবার কাছে
কিছু ফুলকি আঁকি,
তোমার কালো চুলে
আমার মাতাল আঁখি

Saturday, April 13, 2019

আমার গভীর স্বাদ জাগে আরেকবার আমি সমুদ্র সৈকতে যাবো

......আমার গভীর স্বাদ জাগে
আরেকবার আমি সমুদ্র সৈকতে যাবো,
দূর থেকে নয়
কাছে গিয়ে কথা কব,
দু হাত মেলে দিয়ে
সমুদ্রের ঢেউয়ে মিলে যাবো
সমুদ্রও টেনে নিবে কাছে,
সমুদ্ররের সাথে
আমার অনেক কথা আছে,
আমরা বৃথায়,
জীবনের কাছে খুব বেশি কিছু চাই,
অথচ দেওয়ার মাঝেই
সুখ বুজে আছে,
এইসব অর্থবহ সব
সমুদ্র বলেছে,
বলেছে সে সেইসব কথা,
সমুদ্র দিয়েছে ঢেউ,
দিয়েছে জোয়ার
দিয়েছে ভাটা,
বালিয়াড়ি,
ঝিনুক,
আর অজানা কত রহস্য!
আমার গভীর স্বাদ জাগে
আরেকবার আমি সমুদ্র সৈকতে যাবো,
দূর থেকে নয়
কাছে গিয়ে কথা কব..............

এই হৃদয়, হৃদয়ের কথা বলে

হৃদয় কি কথা বলে?
এই হৃদয়, কি যে কথা বলে?
এই অতলান্ত নীলে
চোখ মেলে তাকালে,
যখন তখন,
যেকোনো কথপোকথন
হৃদয়ে পাখা মেলে
হৃদয় কত কথা বলে,
এই হৃদয়, হৃদয়ের কথা বলে |

আমার আঙিনা জুড়ে আকাশ

আমার আঙিনা জুড়ে আকাশ ।
মাঝে মাঝে মনে হয়,
আমার আঙিনায়
আকাশ ঝুঁকে এসে পড়েছে,
এতো অদ্ভত নীল, স্বচ্ছ আকাশে
অন্য কোথাও দেখিনি আমি,
হৃদয়ের যত গ্লানি থাকে,
স্বচ্ছ এই নীল আকাশ দেখে
মনে হয়,
         মুছে যায়,
দূর হয়ে যায় হৃদয়ের যত কালো,
হৃদয়ে জ্বলে অনাবিল আলো,
হৃদয়ের এই আলো জ্বেলে,
প্রাণের কথা দিয়েছি মেলে
কবিতার মাঝে
শব্দের ভাঁজে ভাঁজে,
যখন পড়বে তুমি
এই কবিতাখানি,
এমন নীল, এই স্বচ্ছ আকাশে
উঠবে ভেসে,
হৃদয়ের যত গ্লানি থাকে,
স্বচ্ছ এই নীল আকাশ দেখে
মনে হবে,
         মুছে যাবে,
দূর হয়ে যাবে হৃদয়ের যত কালো,
হৃদয়ে জ্বলবে অনাবিল আলো,
হৃদয়ের সেই আলো জ্বেলে,
বেঁচে থেকো প্রাণ দিয়ে মেলে,
বেঁচে থেকো প্রাণ দিয়ে মেলে|

Thursday, April 11, 2019

এখন এই বসন্তের সময়ে

এখন এই বসন্তের সময়ে,
প্রান্ত, দিগন্ত আর হৃদয়ে
ছেয়ে গেছে সুবুজের মায়া,
বৃক্ষের গায়ে বৃক্ষের ছায়া,
বৃক্ষের গায়ে বৃক্ষের ছোঁয়া,
এমন এমন হিমেল হাওয়া,
গাল ছোঁয়, তো চুল ছোঁয়
আর এমন করে  হৃদয় জুড়ায়,

ফুল ফুটে সবুজ বনে,
ফুল ফুটে মনের কোনে,
সবখানে ভ্রমরের গুঞ্জনে,
মোহিত মন ক্ষনে ক্ষনে
ভাবনার কত ফুল উড়ায়,
বসন্তের এই মোহিত সময় |

Saturday, April 6, 2019

জীবনের কথা ছেড়ে আপনি দূরে চলে গেলেন


                                                           প্রয়াত  লায়ন ভাইয়ের স্মরণে
................................................................
.......জীবনের কথা ছেড়ে
আপনি দূরে চলে গেলেন,
আশ্চর্য জনক হলেও সত্য
আপনার  সাথে আমার
আর কথা হবে না এপারে,
আমি খুঁজে পাবনা আপনাকে
আপনার চেনা ঘরে,
জীবনের অদ্ভত নিয়মে,
জীবনের কক্ষপথ
কাছাকাছি এসে
তারপর চলে গেছে,
চিরতরে দূরে থেকে দূরে
আপনি চলে গেছেন ওপারে,
ওপারের যাত্রা যেন ভাল হয়
ওপারে যেন ভালো থাকা হয়,
এই কামনায়
প্রভুর প্রতি প্রার্থনা জানাই,
আপনি ভালো থাকবেন,
আপনার যেন ভালো থাকা হয়............

আমি ঘৃণাহীন, মসৃন ভালোবাসা নিয়ে তোমার জন্য বেঁচে থাকি

জীবনের ঘৃণা থেকে
হৃদয়ের সবটুকু
ভালোবাসা আগলে রেখে,
আমি ধীরে ধীরে বাঁচি,
হৃদয়ের ভালোবাসা বাঁচিয়ে রাখি,
আমি লোভী হয় নাই,
লোভের পাপে তাই আমি ক্লান্ত নই,
লোভ তাই,
আমার ভালোবাসা ছুতে পারে নাই,
আমি ঘৃণাহীন, মসৃন
ভালোবাসা নিয়ে তোমার জন্য বেঁচে থাকি

জীবন, মৃত্যু আর সময়

বিষন্নতা আছে,
মৃত্যুর পর,
শুন্যতার এই বোধ,
বারে বারে
স্মৃতিকে হাতড়িয়ে ফিরে,
মনে হতে চায়না
জীবনকে জীবন্ত
আর দেখা হবে না,
হাঁসি দেখা হবে না,
না বলা কথা বলা হবে না,
জীবনের সব অদ্ভত রূপ ছেড়ে,
মৃত্যুর মত অনাহুতর
ডাকে সারা দিয়ে
চলে যাওয়া যেন,
জীবনের অর্থ আরেকবার
খুঁজে পাবার
জোর তাগিদা দেওয়া,
মৃত্যুর মত অনাহুতর
ডাকে সারা দেয়া যেন,
ফেলে আসা সবাইকে বলা,
মৃত্যুর ডাক কেউ উপেক্ষা করতে পারেনা,
মৃত্যুর ডাক কখনোই উপেক্ষা করা যায় না,
মৃত্যুর ডাকে,
           জীবনের স্মৃতি সময়ের কাছে থেমে থাকে