Followers

Thursday, January 10, 2019

আমাকে শেষ রাতে ঘুমাতে দেয়নি নক্ষত্র আর কবিতার দল

আমাকে
শেষ রাতে
ঘুমাতে দেয়নি
নক্ষত্র আর কবিতার দল,
আমি বিস্ময়ে
তাদের ছুটে চলা দেখেছি,
তাদের ক্লান্তি নেই,
তাদের ঘুম নেই,
শুধু ছুটে চলা আছে,
আমি শেষ রাতে,
সেইসব দলেদের সাথে
ছুটে বেড়িয়েছি
ছায়া পথে পথে,
শব্দের অলিতে গলিতে,
নক্ষত্র আর কবিতার মাঝে ,
কিছু অদ্ভত মিল পাই খুঁজে,
খুঁজে পাই
ঠিক অন্যরকম বিস্ময়,
অন্য সব ভুবনের কোলাহল,
সেইসব নক্ষত্র আর কবিতার দল
আরো একবার অন্তমিলে যায়,
এইসব অদ্ভত রাতে
নক্ষত্র আর কবিতারা
ঠিক ঠিক আমাকেই খুঁজে পায়,
খুঁজে পায় এই কবি,
কবিতায় অসংখ্য নক্ষত্রের ছবি ,
অসংখ্য কবিতার জন্ম হয়  সেই রাতে,
সেই রাত কাটে শুধু নক্ষত্র আর কবিতাতে...

১.১০.২০১৯
Mooresville, NC

No comments:

Post a Comment