আরেকটুকু বেশি হলে মনে হতো
ঠিক হয়নি
       এই চাহনি,
সে বলছে,
       আমি চেয়ে থেকে শুনি,
আমি নিশ্চিত বলতে পারি,
       কপোলের অংশটুকু তারই
ঠিক ঠিক আছে,
      মিলে গেছে
সুন্দর করে গ্রীবায়,
      কি অবলীলায়
তার অধরায়
      সব এসে থেমে গেছে,
আমি ঠিক ঠিক বলতে পারি,
      তাকেই এ হৃদয় ভালোবেসেছে,
তার নয়নের গভীরতা,
      তার রূপের তীব্রতা,
আশ্চর্য সেই ঝলসানি,
     আমি ঠিক ঠিক বলতে পারি
    এই অপরূপ চাহনি,
    এর আগে, আমি আর কখনো দেখিনি .....
১.১০.২০১৯
Mooresville, NC
 
No comments:
Post a Comment