কবি - ৪ 
যে মুক্ত আকাশকে ভালবাসে,  
পাহাড়ের গায়ে হাত বোলায় আলতো আবেশে, 
বৃক্ষের শতদলে হারিয়ে যেতে যে আকুল, 
নদীর বহতা বেগ দেখে যার হৃদয় ব্যাকুল , 
রাতের জ্যোৎস্নায় যে আপ্লুত হয়,  
এক তারার সাথে অন্য তারা মেলায়, 
ঐ নতুন শহর, পিছে পরে থাকা চার দেয়ালের ঘর, 
তাকে বুঝে না, তাকে টানে না কাছে আর,
তাই কোলাহল ছেড়ে এইখানে এসে বসে, 
আকাশ, পাহাড় আর নদীর কোলাহল শুনতে সে বড় ভালবাসে... 
 
No comments:
Post a Comment