কবির চোঁখে স্বপ্ন আছে,
স্বপ্ন ভরা আকাশ আছে,
আকাশগুলো উড়ছে ভীষণ,
ডানায় তাদের ছন্দ মাতন,
উড়ছে কত কথার ঝুরি,
চোঁখের মাঝে স্বপ্ন পুরী,
নয়ন দুটি ঝুমলে পরে,
ঘুঘুর ডাকে সন্ধ্যা বাড়ে,
তারার মেলায় কবির জীবন,
হাস্য চোখে অবলোকন,
অবগাহন এই সাগর মাঝে,
সব কিছু কি নিজে নিজে, মেলতে পারে, বলতে পারে নিজের কথা ,
কবির হৃদয় তাদের বুঝে,
তাদের নিয়ে জীবন যাপন, তাদের নিয়ে সব কবিতা...