Followers

Wednesday, March 4, 2015

কবি নির্মলেন্দু গুন

কবির চোঁখে স্বপ্ন আছে,
                            স্বপ্ন ভরা আকাশ আছে,
আকাশগুলো  উড়ছে ভীষণ,
                              ডানায় তাদের ছন্দ মাতন,
উড়ছে কত কথার ঝুরি,
                             চোঁখের মাঝে স্বপ্ন পুরী,
নয়ন দুটি ঝুমলে পরে,
                              ঘুঘুর ডাকে সন্ধ্যা বাড়ে,
তারার মেলায় কবির জীবন,
                               হাস্য চোখে অবলোকন,  
অবগাহন এই সাগর মাঝে,
সব কিছু কি নিজে নিজে,  মেলতে পারে, বলতে পারে নিজের কথা ,
কবির হৃদয় তাদের বুঝে,
তাদের নিয়ে জীবন যাপন, তাদের নিয়ে সব কবিতা...

Sunday, March 1, 2015

তুমি আর কাউকে ভালোবাসনি বলে

তুমি আর কাউকে ভালোবাসনি বলে,
আমি তোমার, তুমি আমার হলে,
সুন্দর কবিতারা পৃথিবীতে ঠাঁয় পেল,
তোমার আমার জীবন ছন্দময় হলো,
তুমি দেখালে সিন্গ্ধ সকাল, 
সুন্দর আরেকটি দিন, আলো ঝলমল,
সুনীল আকাশ, অতলান্ত নীল,
তোমার সাথে আমার মনের মিল,
ভেসে যাওয়া অনন্ত সাগরে ,
তোমার সুরেই শুধু আমার প্রাণ ভরে ,
তোমার জন্যই যেন জীবন আমার,
আমার ভালবাসা যেন শুধুই তোমার,
তাইতো তোমার সাথে আমার ভালবাসা হলো,
সেই থেকে তোমার আমার জীবন ছন্দময় হলো.

নীরা

...তোমাকে আমার নীরার মত লাগে,
যাকে আমি আরেকটি জীবন দিতে ব্যর্থ হয়েছি,
সময় এত নিষ্ঠুর,
সময়টাই ছিল না,
আর সবকিছু ছিল,
চোখের মাঝে অনন্ত সুখ ছিল,
আলো, জোত্স্না, জোত্স্না মায়া ছিল, 
চিবুকগুলো অপুরূপ হয়ে 
ড়িয়ে গেছে অবয়বে,
হাসি ছিল, মিষ্টি সিন্গ্ধ হাঁসি,
প্রস্ফুটিত হাসিগুলো নরম মোলায়েম অনেক,
ঘন কালো চুলে ছড়ানো ছিল কত,
আরো অজানা অদ্ভুত বিস্ময় ছিল,
নীরা, তুমি কি ফিরে এসেছ আবার...

নীরা তুমি ফিরে এসো না আর

...নীরা তুমি ফিরে এসো না আর,
তুমি আমার কল্পনায় থাকো,
তুমি  আমার ধ্যনে জ্ঞানে থাকো,
তুবুও পৃথিবীতে ফিরে এসো না আর,
এখানে আর ভালোবাসা  নেই,
এখানে কোনো মনুষত্ব নেই,
ঘৃণায় ঘৃণায় হৃদয় ভরে গেছে,
এত নৃশংসতায় প্রেম কি বাঁচে,
পৃথিবীর মুখটা সুবুজ শ্যামল নেই আর,
শুকিয়ে গেছে শান্ত  সরোবর,
উত্তাপে, ভীষণ উত্তাপে সবার ঘৃণার,
নীরা তুমি পৃথিবীর বুকে ফিরে এসো না আর,
এখানে কোনো বাক স্বাধীনতা নেই,
বাক স্বাধীনতার নাম অকথ্য ভাষায়,
লোকে কথা বলে, লোকে চরে ফিরে,
অন্য কিছু না পেয়ে ধর্ম কে ঘিরে,
যুদ্ধ ভীষণ,
             যুদ্ধে জীবন,
একটি ফুলকে বাঁচাবার জন্য যুদ্ধ হয় না  আবার,
নিরা তুমি পৃথিবীর বুকরে ফিরে এস না আর....