আকাশপ্রদীপ ..আলোর শিখায় সব আলোকিত করে, মানুষেরে করে যাব ধন্য করে, নব যুগে নব দিগন্তে উদয়ন্ত রবি, আমি হয়ে আসি আজিকার কবি…..
Followers
Friday, April 4, 2014
নবী (সঃ),
সব ভুবনের বাদশা
যাকে সম্মান জানায়
তুমি তাকে কত টুকু শ্রদ্ধা জানালে,
মানুষ আশরাফুল মাখলুকাত
তার মাঝে সর্বশ্রেষ্ঠ হয়
নবী (সঃ), তাঁর তরে কতটুকু দুরুদ পাঠালে!
ইহ কালে বল
বল পরকালে
নবীর (সঃ) শিফাতপেতে হলে ,
দরূদ পাঠাও
বেশি বেশি সালাম পাঠাও
শিফাত পাবে তবে ইহকালে আর পরকালে ...
Thursday, April 3, 2014
ভালবাসা ছাড়া জীবন ভেবে দেখিনি
...প্রানপনে ছুটছি
তোমাকে ছোঁবই আমি,
যায় যাক প্রান
ভালবাসা এমনি,
আমার ভালবাসা প্রয়োজন,
ভালবাসা ছাড়া জীবন ভেবে দেখিনি...
মায়াবিনী - ২
মায়াবিনী - ২
... তোমার চোখে ভেসে গেছে
অতলান্ত সময়,
আমার কাছে মনে হয়,
তোমার চোখের দীপ্তি দিয়ে
এই পৃথিবী আলোকিত হয়,
আমার অবাক চোখে তাকিয়ে
কি দেখলে!
তুমি কে হাসলে?
হাসলো এ ভুবনময়,
তোমার চোখে ভেসে গেছে
অতলান্ত সময়...
... তোমার চোখে ভেসে গেছে
অতলান্ত সময়,
আমার কাছে মনে হয়,
তোমার চোখের দীপ্তি দিয়ে
এই পৃথিবী আলোকিত হয়,
আমার অবাক চোখে তাকিয়ে
কি দেখলে!
তুমি কে হাসলে?
হাসলো এ ভুবনময়,
তোমার চোখে ভেসে গেছে
অতলান্ত সময়...
কবি - ৮
কবি - ৮
একটা গল্প লেখার আগে
আমি একটা কবিতা লেখি,
গল্পের অলিতে গলিতে
এক একটা কবিতা দেখি,
কবিতার সংখ্যা বাড়ছে তাই
লেখক হবার আগে আমি কবি হই,
কবিতা দিয়ে শুরু, কবিতা দিয়ে শেষ
গল্পের মাঝে মাঝে
থেকে যায় কবিতার আপ্লুত রেশ,
ভোরের বেলায় সূর্যোদয় দেখি,
সূর্যের প্রথম আলোয় জ্বলসে জাওয়ার কবিতা লেখি,
তারপর সারাদিন গল্পের জের ধরে টানাটানি,
ক্লান্ত হলে পরে আকাশকে কাছে টানি,
সে আমায়
তাকে নিয়ে লেখা কবিতাগুলো পড়ে শোনায়,
সূর্যটা যখন হেলে গেলে পড়ে,
ফেরা হয় না ঘরে,
উড়ন্ত পাখিরা হায় , রক্তাক্ত আকাশে আত্মাহুতি দেয়
আকাশের রঙ গাঢ় হয় আরো
একটা গল্প লেখার আগে
আমি একটা কবিতা লেখি,
গল্পের অলিতে গলিতে
এক একটা কবিতা দেখি,
কবিতার সংখ্যা বাড়ছে তাই
লেখক হবার আগে আমি কবি হই,
কবিতা দিয়ে শুরু, কবিতা দিয়ে শেষ
গল্পের মাঝে মাঝে
থেকে যায় কবিতার আপ্লুত রেশ,
ভোরের বেলায় সূর্যোদয় দেখি,
সূর্যের প্রথম আলোয় জ্বলসে জাওয়ার কবিতা লেখি,
তারপর সারাদিন গল্পের জের ধরে টানাটানি,
ক্লান্ত হলে পরে আকাশকে কাছে টানি,
সে আমায়
তাকে নিয়ে লেখা কবিতাগুলো পড়ে শোনায়,
সূর্যটা যখন হেলে গেলে পড়ে,
ফেরা হয় না ঘরে,
উড়ন্ত পাখিরা হায় , রক্তাক্ত আকাশে আত্মাহুতি দেয়
আকাশের রঙ গাঢ় হয় আরো
অপূর্ব সূর্যাস্ত সহ্য করতে না পেরে আত্মাহুতি দিতে ইচ্ছে করে আমারো,
দিনের শেষে আমি এক আত্মাহুতির কবিতা লেখি,
অজানায় হারিয়ে গিয়ে উল্লসিত আমাকে দেখি,
রাত্রি জেগে তারপর অজানার সব গল্প লেখা,
কখনো কখনো অবাক হয়ে অজস্র তারার মিলন দেখা,
কোনো কোনো তারাদের দল ধীর পায়ে সন্তরণ করে ,
কেউ কেউ আধারের মাঝে সরে যায় দূরে,
আমার মাঝে হারিয়ে যাওয়া অজস্র তারা দেখি,
আমি হারিয়ে যাওয়া তারাদের নিয়ে কবিতা লেখি,
কবিতা দিয়ে শুরু করি দিন , কবিতা দিয়ে রাত্রি শেষ,
অহর্নিশ গল্পের মাঝে মাঝে থেকে যায় কবিতার আপ্লুত রেশ......
দিনের শেষে আমি এক আত্মাহুতির কবিতা লেখি,
অজানায় হারিয়ে গিয়ে উল্লসিত আমাকে দেখি,
রাত্রি জেগে তারপর অজানার সব গল্প লেখা,
কখনো কখনো অবাক হয়ে অজস্র তারার মিলন দেখা,
কোনো কোনো তারাদের দল ধীর পায়ে সন্তরণ করে ,
কেউ কেউ আধারের মাঝে সরে যায় দূরে,
আমার মাঝে হারিয়ে যাওয়া অজস্র তারা দেখি,
আমি হারিয়ে যাওয়া তারাদের নিয়ে কবিতা লেখি,
কবিতা দিয়ে শুরু করি দিন , কবিতা দিয়ে রাত্রি শেষ,
অহর্নিশ গল্পের মাঝে মাঝে থেকে যায় কবিতার আপ্লুত রেশ......
আকাশের কবিতা
আকাশের কবিতা
এই কবিতা তোমাকে
আর একবার আকাশের কাছে নিয়ে যাবে...
*******************************************
দিনের মাঝে
আমি আকাশের দিকে
তাকিয়ে বেশ কিছু সময় কাটাই,
আকাশের বুকে তাকালেই
নিজেকে ক্ষুদ্র মনে হয়,
তবুও চুপচাপ
আকাশের দিকে তাকিয়ে
থাকাকে অর্থবহ মনে হয়,
মনে হয় আকাশের বুকে
হারিয়ে গিয়ে জীবনের গ্লানি
ভুলে যাওয়া যায়,
ভাবনাগুলোকে ছুটি দেওয়া যায়,
হৃদয়কে প্রশান্ত করা যায়,
তাই বোধ করি
আকাশের বুক বিশাল,
আমাদের গ্লানিতো কম নয়
আমাদের ক্লান্তিও ভীষণ,
আকাশের বুকে মুখ গুঁজে তাই
যতসব ব্যর্থতাতাকে মনে হয়,
'ও কিছু নয়, ওটা কিছু নয়
জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয় ',
পাওয়ার আগে তাই বেশ কিছু দেই,
কান্না দেই,
দীর্ঘশ্বাস দেই,
প্রচুর সময় সাথে থাকার আশ্বাস দে্
বিনিময়ে আকাশ,
আমাকে বেঁচে থাকার স্পৃহা দেয়,
আমার বেদনাগুলো মুছে দেয়,
আকাশ আমার, আমি আকাশের হই...
এই কবিতা তোমাকে
আর একবার আকাশের কাছে নিয়ে যাবে...
*******************************************
দিনের মাঝে
আমি আকাশের দিকে
তাকিয়ে বেশ কিছু সময় কাটাই,
আকাশের বুকে তাকালেই
নিজেকে ক্ষুদ্র মনে হয়,
তবুও চুপচাপ
আকাশের দিকে তাকিয়ে
থাকাকে অর্থবহ মনে হয়,
মনে হয় আকাশের বুকে
হারিয়ে গিয়ে জীবনের গ্লানি
ভুলে যাওয়া যায়,
ভাবনাগুলোকে ছুটি দেওয়া যায়,
হৃদয়কে প্রশান্ত করা যায়,
তাই বোধ করি
আকাশের বুক বিশাল,
আমাদের গ্লানিতো কম নয়
আমাদের ক্লান্তিও ভীষণ,
আকাশের বুকে মুখ গুঁজে তাই
যতসব ব্যর্থতাতাকে মনে হয়,
'ও কিছু নয়, ওটা কিছু নয়
জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয় ',
পাওয়ার আগে তাই বেশ কিছু দেই,
কান্না দেই,
দীর্ঘশ্বাস দেই,
প্রচুর সময় সাথে থাকার আশ্বাস দে্
বিনিময়ে আকাশ,
আমাকে বেঁচে থাকার স্পৃহা দেয়,
আমার বেদনাগুলো মুছে দেয়,
আকাশ আমার, আমি আকাশের হই...
Tuesday, April 1, 2014
মা
মা
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে,
তোকে আমি ভালবাসি
চাইনা আমি রাশিরাশি,
এইটুকু চাই,
হয় যেন ঠাঁই
তোরই চরণ তলে,
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে,
তোরই জন্য জীবন পাওয়া,
তোরই জন্য বড় হওয়া,
পেলাম নাকো কোন সময়,
বয়ে গেল হেলায় দুলায়
নিব তোকে কখন কোলে তুলে?
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে,
ডাকবে আমাই কেরে,
আপন নামটি ধরে,
ছুটে এসে,
ধরবে কাছে,
যাব গলায় মিলে,
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে...
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে,
তোকে আমি ভালবাসি
চাইনা আমি রাশিরাশি,
এইটুকু চাই,
হয় যেন ঠাঁই
তোরই চরণ তলে,
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে,
তোরই জন্য জীবন পাওয়া,
তোরই জন্য বড় হওয়া,
পেলাম নাকো কোন সময়,
বয়ে গেল হেলায় দুলায়
নিব তোকে কখন কোলে তুলে?
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে,
ডাকবে আমাই কেরে,
আপন নামটি ধরে,
ছুটে এসে,
ধরবে কাছে,
যাব গলায় মিলে,
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে...
ট্রেন আর একটা জীবনের গল্প
ট্রেন আর একটা জীবনের গল্প
আমার বাড়ির কিছু দূর দিয়ে
ছুটে চলা ট্রেন যায়
অনেক লম্বা ট্রেন
শেষ হতে চায় না
আমি হৃদয় শুন্য করতে
প্রায় ট্রেনের জন্য অপেক্ষা করি
জীবনের ব্যস্ততায়
জীবনের কুলশতায়
হৃদয়ে গ্লানি ভরে থাকে
হৃদয়ে মেঘ জমে থাকে
ক্লান্ত বিকেলে তাই
হাল্কা চাদর জড়িয়ে
হেঁটে যাই রেল লাইনের কাছে
ছুটে আসা ট্রেনের জন্য অপেক্ষা করি
রেল লাইনের উপরে হাঁটা বারণ
ট্রেন না থাকলেও বারণ,
তবুও আমি দেখি
আমি রেল লাইনে হাঁটছি
কান পেতে শুনছি
কত দূরে ট্রেন
কত সময় তার আসার বাকি
কিছু দূরে ট্রেনটা দেখা গেলে
একটু দূরে গিয়ে বসে থাকি
এইতো ট্রেন আসছে
ঝুলন্ত কিছু মানুষ রেলিঙ্গে দেখা যাচ্ছে
কাছে আসতেই দেখা গেল
কত মানুষ জানালায়, বগির ভিতরে,
ট্রেনের ছাদে কিছু মানুষ
বিবাগী হয়ে শুয়ে আছে,
কত অচেনা মুখ
একটা চেনা ট্রেন নিয়ে যাচ্ছে দূরে
দেখতে দেখতেই ফুরিয়ে গেল
ছুটে যাওয়া ট্রেন হৃদয় শুন্য করে যায়
আমি শুন্য হৃদয় নিয়ে
দুঃখ ব্যথা ভুলে গিয়ে
পুনঃরায় হৃদয়কে জীবনের সাথে জড়াই......
আশে পাশে শুধু হৃদয় শুন্য করা খেলা
আশে পাশে শুধু হৃদয় শুন্য করা খেলা
...আশে পাশে শুধু
হৃদয় শুন্য করা খেলা,
আমার দিন রাত্রি যায়
চলে যায় কত বেলা,
ভেসে যাওয়া মেঘ
উড়ে যাওয়া পাখি,
আকাশেরা উড়ে গেলে
ঠায় বসে থাকি,
দূরে যায় কিছু
কিছু কাছে আসে,
আধারে হারায় যারা
তারাদের পরবাসে,
শুন্যতা দিয়ে যায়,
স্মৃতি শুধু কথা কয়,
স্মৃতি তো শুধুই
শূন্যতার খেলা,
আমার দিন রাত্রি যায়
চলে যায় কত বেলা...
...আশে পাশে শুধু
হৃদয় শুন্য করা খেলা,
আমার দিন রাত্রি যায়
চলে যায় কত বেলা,
ভেসে যাওয়া মেঘ
উড়ে যাওয়া পাখি,
আকাশেরা উড়ে গেলে
ঠায় বসে থাকি,
দূরে যায় কিছু
কিছু কাছে আসে,
আধারে হারায় যারা
তারাদের পরবাসে,
শুন্যতা দিয়ে যায়,
স্মৃতি শুধু কথা কয়,
স্মৃতি তো শুধুই
শূন্যতার খেলা,
আমার দিন রাত্রি যায়
চলে যায় কত বেলা...
Subscribe to:
Posts (Atom)