Followers

Friday, July 9, 2021

কুট্টুস বুড়ি

                     সুরী(হাফসা) ভালোবাসি তোকে

****************************

এই ঘরে এক কাঠবিড়ালি থাকে,

তাকে সবাই কুট্টুস বুড়ি ডাকে, 

তুমি যখন থাকবে আশেপাশে 

চুপটি করে থাকবে চেয়ে কাছে

চোখ ফিলারেই, খিলখিলিয়ে হাসে,

কুট্টুস বুড়ি বড্ড ভালোবাসে

আম পেয়ারা আপেল যত আছে, 

একটু খেয়ে ছড়ায় আশেপাশে,

চোখ ফিলারেই, খিলখিলিয়ে হাসে,

যখনি বলি, "খাওনা কেন, এক কামড়ের পরে",

বুড়ি বলে "এত্ত খাবার খাবো কেমন করে! 

কত্ত রকম খাবার আছে ঘরে, 

স্বাদ নিতে চাই সবগুলোরই, একটি একটি করে",

কাঠবিড়ালি ছড়ায় খাবার, এই ঘরে, সেই ঘরে, 

"কুট্টুস বুড়ি" - ভালবাসে তবুও সবাই তারে 

Thursday, July 8, 2021

অনুজ - ২


    সুরী(হাফসা), তোর জন্য

*************************************

 অনুজ, 

পৃথিবীর সবচেয়ে সুন্দর 

হাঁসি তুই পেয়েছিস; তোর চোঁখের

এই হাঁসাহাঁসি, 

অতলান্ত নীলের ভাসাভাসি,

এতো মুগ্ধময়, তোকে চেনা যায় না, 

এতো প্রাঞ্জল, এতো উজ্জ্বল

হাঁসি হেঁসে, কথা বলিস

চেয়ে থাকিস

না ভালো বেসে পারা যায় না, 

তুই বড় হবি, 

তোর সবচেয়ে সুন্দর ছবি,

আমি এই কবিতায় রেখে দিলাম, 

তোর অনবদ্য হাঁসি,

তোর মুগ্ধময় এই হাঁসি,

আমি এই কবিতায় এঁকে রাখলাম