Followers

Saturday, June 27, 2020

তোমার জন্য বারবার

তোমার জন্য বারবার,
জন্ম হয় কবিতার,
তাই তুমি আছ,
ছিলে,
তাই তুমি থাকবে......

Saturday, June 13, 2020

জীবন ও মৃত্যু

একমাত্র মৃত্যু ছাড়া 
মৃত্যুর মতো কিছু নাই,
জীবন যেমন অপ্রত্যাশিত 
তাই জীবন সুন্দর, 
(জীবনের খুব কাজ থেকে দেখে)
মৃত্যুও জীবনের মতো বিস্ময়ের
তাই মৃত্যুও জীবনের মতো সুন্দর হয়ে থাকে,
মৃত্যু কাছে আনে অন্য সময়ের,
মৃত্যু কাছে আনে অন্য ভুবনের,
মৃত্য কাছে আনে অন্য বিস্ময়ের,
মৃত্যুর মতো কি সুন্দর আছে বল!
জীবনের মতো মৃত্যুর হাত ধরে চলো,
এক হাতে জীবন, আরেক হাতে মৃতকে ধরো
এক হাতে এ পৃথিবীর বিস্ময় 
আরেক হাতে ধরে মৃত্যুর কথা বোলো 
  


সুন্দর জীবনকে পেতে চাই বার বার

এ কবিতা লিখতে 
এক মৃত্যু সময় অপেক্ষা করতে হয়েছে,
কিছু সত্য, এক মৃত্যু, মৃত্যুর এক কবিতা ...

*******************
মৃত্যু এসে ছুঁয়ে গেছে তাকে, ওকে, 
    তারপর আরো অজস্র প্রাণ,  
নিমিষেই উবে গেছে অনেকে,
    বাসনাগুলো আজ অর্থহীন,
হারিয়ে যাওয়া সপ্নগুলোকে
নাম ধরে ডাকার আছে কে?
    স্পর্শেরা আজ অনুভূতিহীন। 

তুবও এই মৃত্যু কিছু আনে,
    কিছু কিছু অর্থের মানে
        জীবনে তোমার আমার, 
জীবনের অন্তিমক্ষণে,
    মৃত্যুর এই সন্ধিক্ষণে,
        সুন্দর জীবনকে পেতে চাই বার বার |