Followers

Wednesday, May 1, 2019

এক যৌবন ছিল তার

এক যৌবন ছিল তার,
ভালোবাসা ছিল আর
ছিল আবেগ অপার,
ভুল ছিল,
ভুলগুলোতে মিল ছিল,
মিল ছিল তিলে,
তিলদ্বয় গালে আর গলে,
আঁখিদ্বয় কত কথা বলে,
প্রশস্ত কপালে
এসে পরা চুলে,
লাগে মৃদু হাওয়া,
তার আসা যাওয়া
সময়ের সাথে,
থেমে যায় থেমে যাওয়া পথে,
ব্যথাতুর হৃদয় হারায় আর,
ভালোবাসা পরে থাকে
পরে থাকে আবেগ অপার

No comments:

Post a Comment