Followers

Monday, February 4, 2019

আমি মুগ্ধ হয়ে দেখি তার অবয়ব

আমি মুগ্ধ হয়ে দেখি তার অবয়ব,

.
.
.
এ এক অদ্ভত বিস্ময়,
আমি চেয়ে থাকি,
চুপচাপ,
টুপ
করে
আমার ভাবনার
পুকুরে, তোমার কথার
প্রতিধ্বনি ঢেউয়ের তরঙ্গ তুলে,
আমি সম্বিত ফিরে পেলে,
নিজেকে অপ্রস্তুত
করে
ফেলি,
নিজে নিজে ভাবি
আজ না হয় থাক এইসব
অন্য কোনো দিন বলি, সেইসব
সব কথা, এই অসম্ভব
রূপরে অবয়ব
দেখে,
বিস্ময়ে
হতবাক
হয়ে থাকে,
বলা হয় না তারপর
হৃদয়ের গভীর কথা আর,
শুধু তাকে আমি বলি
"আমি এ পথেই
যাতায়াত করি
দেখা হবে
ফের
আর
দেখবেন
আপনি ভালো
থাকবেন",
শুধু হাসি
তারপর,
শুধু
হাসি
.
.
.
.








No comments:

Post a Comment