ফুলকে আমার তোমার মতো লাগে,
ফুল কি জানে হৃদয় কেন জাগে?
হৃদয় জাগে দীপ্ত হাসির ছোঁয়ায়,
ফুলগুলো সব তোমার মতো লাগে,
তোমার শোভা ফুলের গায়ে লাগে,
ফুলকে জানায় হৃদয় কেন জাগে,
হৃদয় জাগে তোমার ভালোবাসায়,
ফুলগুলো সব আমার ভালো লাগে
তোমার সুবাস ফুলের গায়ে লাগে,
ফুলকে বলি হৃদয় কেন জাগে,
হৃদয় জাগে তোমার ঘ্রানের ছোঁয়ায়,
ফুলগুলো সব তোমার মতোই লাগে,
ফুলগুলো তাই আমার ভালো লাগে,
ফুলগুলো তাই আমার ভালো লাগে,