তুমি আমার চেতনার থেকে বড়,
অনন্ত-অসীম তুমি, তুমি ভাঙ্গ তুমি গড়,
তুমি অতুলনীয়, তুমি মহীয়ান,
আমায় মানুষ করে গড়ে করেছ সম্মান,
দিয়েছ অশেষ, অশেষ কল্যাণ,
তুমি দাতা, শুধু তুমিই মহীয়ান,
ভুল হয় কত মানুষে বলে আমি,
তুমি অতীত, তুমি বর্তমান, তুমি অন্তর্যামী,
আমার ভাল-মন্দ তুচ্ছ সব, তোমার সত্ত্বার কাছে,
তুমি ক্ষমাশীল, তুমি দয়াময়, তোমার দয়ার কি শেষ আছে!
শুধু তোমার দয়ায়, ক্ষমা করো আমায়,
করো আমায় জান্নাতবাসী,
তোমার জন্যই জীবন যেন হয়,
তোমাকেই যেন অহর্নিশ ভালবাসি