Followers

Saturday, June 27, 2020

তোমার জন্য বারবার

তোমার জন্য বারবার,
জন্ম হয় কবিতার,
তাই তুমি আছ,
ছিলে,
তাই তুমি থাকবে......

Saturday, June 13, 2020

জীবন ও মৃত্যু

একমাত্র মৃত্যু ছাড়া 
মৃত্যুর মতো কিছু নাই,
জীবন যেমন অপ্রত্যাশিত 
তাই জীবন সুন্দর, 
(জীবনের খুব কাজ থেকে দেখে)
মৃত্যুও জীবনের মতো বিস্ময়ের
তাই মৃত্যুও জীবনের মতো সুন্দর হয়ে থাকে,
মৃত্যু কাছে আনে অন্য সময়ের,
মৃত্যু কাছে আনে অন্য ভুবনের,
মৃত্য কাছে আনে অন্য বিস্ময়ের,
মৃত্যুর মতো কি সুন্দর আছে বল!
জীবনের মতো মৃত্যুর হাত ধরে চলো,
এক হাতে জীবন, আরেক হাতে মৃতকে ধরো
এক হাতে এ পৃথিবীর বিস্ময় 
আরেক হাতে ধরে মৃত্যুর কথা বোলো 
  


সুন্দর জীবনকে পেতে চাই বার বার

এ কবিতা লিখতে 
এক মৃত্যু সময় অপেক্ষা করতে হয়েছে,
কিছু সত্য, এক মৃত্যু, মৃত্যুর এক কবিতা ...

*******************
মৃত্যু এসে ছুঁয়ে গেছে তাকে, ওকে, 
    তারপর আরো অজস্র প্রাণ,  
নিমিষেই উবে গেছে অনেকে,
    বাসনাগুলো আজ অর্থহীন,
হারিয়ে যাওয়া সপ্নগুলোকে
নাম ধরে ডাকার আছে কে?
    স্পর্শেরা আজ অনুভূতিহীন। 

তুবও এই মৃত্যু কিছু আনে,
    কিছু কিছু অর্থের মানে
        জীবনে তোমার আমার, 
জীবনের অন্তিমক্ষণে,
    মৃত্যুর এই সন্ধিক্ষণে,
        সুন্দর জীবনকে পেতে চাই বার বার |




Thursday, April 16, 2020

কথাতো বলছিছ্ ভালো


কথাতো বলছিছ্ ভালো,
কেমনে করবো এইগুলা "ফলো"!
তাজাঁ তাজাঁ না খায়লেতো হয়না,
"ধূর, কিছু আছে নাকি তরকারি ছাড়া ভূনা!"
ভাবটা এমনি হালের সবার,
করেন্টাইন নাতো ইলাহি কারবার,
ডালগুলি, ফালগুনি আরো আছে কিনা,
এড করেনিছ, যদি থাকে আরো কিছু জানা,
এত সব করলি যে মানা,
ক্পিটে হবি, গাল খাবি
          তবুও ভূনা খানা ছাড়বে না...

Sunday, March 8, 2020

Do you ever think about the Angel, a creation of Allah? Think about Gibrael! Gibrael has six hundred wings! Six hundred wings! If he expands his wings, it covers the horizon! How huge he is! God gracious!
Other day, I was talking to one of my friends right after Salat! Topic: Angels! Allah has been creating these angles beginning of time and each of them, roams around bitul ma'mur (a place in haven) once in their life never to come back at the same place, they do their works as Allah assigns. Among them, Some Angels are at a position of Rukku' (bowdown), some at Sijdha (prostration) till the day of judgment, but still, they will regret that they could not worship Allah enough!
Gibrael, one of Allah's majestic creations! The only angel was given the honor to bring the verses of the creator to the Prophets. Whenever he used to come to earth, either he brings peace and guidance or terror and punishments from Allah. Only other certain time, he comes back to earth is on the night of decree (Laitul Kadr'). Allah made him the leader of the Angels and sends peace to the world.
While we are talking, many tit-bits came into the discussion. We talked about COVID-19. A new disease, the recent terror in the world. Many people are infected and died from it. How simple flu can be deadly for thousands of people. As a muslim, i believe, sometimes diseases can be come as trials, come to give some lessons in one way or another. Give us the opportunity to contemplate what is life and what is death, the beauty lies in between. Then, we talked about, now, everyone wants this disease to go way, there will be a time when
 Allah sends a disease which will cause the yagog and magog to die, a simple disease will wipe out the nation of yagog and magog. The corpse of the yagog and magog will cover the earth, then the prophet Isha and the muslims will asks Allah to remove these corpse. Then Allah will send many birds to take these bodies and throw somewhere, men dont know. 

Wednesday, January 1, 2020

All The Blessing Is There

All the blessing is there,
I do or do not care,
If I do,
I will see through
Everything, I will see Him everywhere,
He will appear,
Such a way as I think,
And as I  want to see your Lord,
He is your almighty God.

Even though His Knowledge is everywhere
And that thing you dont want to care,
Still, he is the King of all,
His sovereignty doesn’t fall,
So much mercy He has,
That His blessings
Engulfs everything everywhere,
All the blessing is there
Whether I do or do not care….