Followers

Friday, November 3, 2023

"যারা ঘুমায় নি, তাদের জাগানো যাবে না!

 "যারা ঘুমায় নি, তাদের জাগানো যাবে না!

যাদের বিবেক মরে গেছে, তাদের কখনো বোঝানো যাবে না!"
**************************************
মুহুর্মূহু মিসাইল পড়ছে,
একটু আগে গুঁড়িয়ে গেলো কয়েকটি বাড়ি,
যেন কিছুই সেখানে ছিল না,
ছাদ, ছাদের কিনারায় রাখা ফুলের টব, বাচ্চাদের ঘুড়ি, ছড়ান খেলনা, ছড়ানো স্বপ্ন এক পলকে গুঁড়িয়ে গেলো,
সেখানে শুধু উড়ে যাওয়া ধুলো,
ধীরে ধীরে মাটির বুকে ফিরে আছে,
ফিরে আসছে না, হাসান, ইয়ামান, হামিদ, রাফারা,
তারা জানতেই পারলো না,
আমাদেরকে কি গভীর অন্ধকারে তারা ফেলে গেছে!
কি গভীর অন্ধকার আমাদের চারপাশে!
ঘুমানোর ভান করে সবাই ঘুমিয়ে আছে,
ন্যূনতম বিবেকটাও সবার মরে গেছে....




Those who did not sleep, they can not be woken up! Those whose conscience is dead, they can never understand! ************************************** Missiles are falling every moment. A few houses collapsed a while ago, as if nothing were there, The roof, the flower tub placed on the edge of the roof, the children's kites, the scattered toys, the scattered dreams crumbled in the blink of an eye, There is only flying dust, Slowly coming back down to earth, Not coming back, Hasan, Yaman, Hamid, Rafa, They didn't know They have left us in such a deep darkness! What deep darkness surrounds us! Everyone is asleep pretending to sleep, Everyone has lost even the least conscience...

No comments:

Post a Comment