Followers

Saturday, May 4, 2019

Ramadan Kareem

Here comes the end of Shaban,
I can smell the fragrance of Ramadan,
It is so joyful!
Even though I am so sinful
But I am so hopeful,
When I will fast in Ramadan,
My sins will be wiped out and I'll be forgiven,
As the Almighty loves the acts of fasting,
Loves who fasts, and on him, He pours all the blessings.









Almighty pours the blessings whomever He wishes

Almighty pours the blessings
whomever He wishes,
I have to make sure,
I deserve to receive them
By seeking forgiveness from Him,
As only my sins
Keep away from His blessings!

Wednesday, May 1, 2019

এক যৌবন ছিল তার

এক যৌবন ছিল তার,
ভালোবাসা ছিল আর
ছিল আবেগ অপার,
ভুল ছিল,
ভুলগুলোতে মিল ছিল,
মিল ছিল তিলে,
তিলদ্বয় গালে আর গলে,
আঁখিদ্বয় কত কথা বলে,
প্রশস্ত কপালে
এসে পরা চুলে,
লাগে মৃদু হাওয়া,
তার আসা যাওয়া
সময়ের সাথে,
থেমে যায় থেমে যাওয়া পথে,
ব্যথাতুর হৃদয় হারায় আর,
ভালোবাসা পরে থাকে
পরে থাকে আবেগ অপার

এইসব বৃক্ষের ছায়া

এইসব বৃক্ষের ছায়া,
আহা কিযে মায়া,
শান্ত করা ছায়া,
জুড়িয়ে যাওয়া কায়া,
তপ্ত হওয়া হৃদয়,
জুড়িয়ে গেলে কি হয়!
যাক চলে যাক সময়,
বোধের তাতে কি হয়!
হয় না কারো ক্ষতি
নিজের টুকু দিলে,
হারিয়ে যায় প্রীতি
তাদের কিছু নিলে,
রাখো তোমার সবই
যা নিয়েছো তাও,
সবকিছু নিয়ে
একা থাকতে দিও,
আমি এইসব বৃক্ষের ছায়ায়,
ডুবে থাকবো মায়ায়,
জুড়াবো এই হৃদয়,
যাক চলে যাক সময় ।

One more time I was reminded

One more time I was reminded,
The Rizk (sustenance) is truly fated
To each living soul by looking at
The birds, eating bits and pieces that
Neither I or the birds knew,
But they waited and flew
Here right in front of me,
I had to wait for this to see
To feed my soul once more,
The beauty of the life I bore,
Is the mercy of my Lord,
The mercy only He can afford,
Thus one more time I was reminded,
The Rizk (sustenance) is certainly fated |